ঢাকা, শুক্রবার, ২০ বৈশাখ ১৪৩১, ০৩ মে ২০২৪, ২৩ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

‘ভিশন ২০২১ বাস্তবায়নে কাজ করছে জনতা ব্যাংক’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
‘ভিশন ২০২১ বাস্তবায়নে কাজ করছে জনতা ব্যাংক’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ক্যাম্পাসে জনতা ব্যাংকের শাখা খোলা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় এটির উদ্বোধন করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান শেখ মো. ওয়াহিদ-উজ-জামান।



জনতা ব্যাংকের উপ নির্বাহী পরিচালক হাসান ইকবালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক মুক্তিযোদ্ধা অধ্যাপক মোহাম্মদ মইনুদ্দীন, পরিচালক প্রফেসর ড. নিতাই চন্দ্র নাগ, ব্যাংকের সিইও অ্যান্ড এমডি আবদুস সালাম।


অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন ব্যাংকের চট্টগ্রাম বিভাগের মহাব্যবস্থাপক আবু নাসের চৌধুরী, শাখা ব্যবস্থাপক মোশাররফ হোসেন, মোঃ কুতুব উদ্দিন, উপ-ব্যবস্থাপক কামরুল আহছান।

প্রধান অতিথির বক্তব্যে জনতা ব্যাংকের চেয়ারম্যান শেখ মো. ওয়াহিদ-উজ-জামান বলেন, ‘ব্যাংকের মাধ্যমে কেবল মুনাফা অর্জনই আমাদের লক্ষ্য নয়। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি, উদ্যোক্তা সৃষ্টি, আত্মমানবতার সেবাসহ মানুষের কল্যাণই আমাদের লক্ষ্য। ভিশন ২০২১ বাস্তবায়নে জনতা ব্যাংক জনকল্যাণমুখি কাজ করে যাচ্ছে। ’

তিনি আরো বলেন, ‘জনতা ব্যাংক মানে জনগণের ব্যাংক। এই ব্যাংকের নামকরণ করেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে জনতা ব্যাংক নানা কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। ’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ বলেন, ‘গুরুত্বপূর্ণ এই এলাকায় এতদিন কোন ব্যাংক ছিল না। রাষ্ট্রয়াত্ব ব্যাংকের একটি শাখা চালু করে এলাকার মানুষকে ব্যাংকিং সেবা লাভের সুযোগ করে দিয়েছে জনতা ব্যাংক। আশা করি জনগনের কল্যাণে এ শাখা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে। ’

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
টিএইচ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।