ঢাকা, মঙ্গলবার, ১৭ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চবি’র চতুর্থ সমাবর্তন ৩১ জানুয়ারি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৪, ডিসেম্বর ২৭, ২০১৫
চবি’র চতুর্থ সমাবর্তন ৩১ জানুয়ারি ফাইল ফটো

চট্টগ্রাম: স্থগিত হয়ে যাওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তন আগামী ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে।   সোমবার (২১ ডিসেম্বর) এ সমাবর্তন অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও ৩০ নভেম্বর নিবন্ধনের শেষদিন আকস্মিকভাবে স্থগিত করা হয়।


 
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কামরুল হুদা বাংলানিউজকে বলেন, ‘মহামান্য রাষ্ট্রপতির দপ্তর থেকে রোববার (২৬ ডিসেম্বর) আমরা একটি চিঠি পেয়েছি।   এতে ৩১ জানুয়ারি চতুর্থ সমাবর্তন অনুষ্ঠান সম্পন্ন করার ব্যাপারে রাষ্ট্রপতি সম্মতি জানিয়েছেন।
অনুষ্ঠানে তিনি সভাপতিত্ব করবেন। আমরা আমাদের প্রস্তুতি সম্পন্ন করছি। কয়েকদিনের মধ্যে অফিসিয়ালি সবাইকে জানিয়ে দেওয়া হবে। ’
 
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, সমাবর্তন অনুষ্ঠানে অংশ নিতে ইতোমধ্যে প্রায় ৭ হাজার ২০০ গ্রাজুয়েট ও পদকপ্রাপ্ত সাবেক শিক্ষার্থী আবেদন করেছেন।
 
বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
টিএইচ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।