ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সানমারে বিক্রি হচ্ছে নকল মোবাইল, ছয় প্রতিষ্ঠানকে জরিমানা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
সানমারে বিক্রি হচ্ছে নকল মোবাইল, ছয় প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম: নগরীর অভিজাত শপিংমল সানমার ওশান সিটিতে নকল মোবাইল সেট ও মেমোরি কার্ড বিক্রির বিরুদ্ধে অভিযান চালিয়েছে র‌্যাব।   এসময় ছয়টি খুচরা মোবাইল সেট বিক্রেতা প্রতিষ্ঠানকে পাঁচ লক্ষ দশ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাবের পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

 

এছাড়া পর্ণো সিডি ও ডিভিডি বিক্রির দায়ে হাসান আবদুল্লাহ জায়েদ (৩০) নামে একজন গ্রেফতারের পর তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।   তার কাছ থেকে ১৭৭ টি পর্ণো সিডি ও ডিভিডি, একটি সিপিইউ, একটি মনিটর জব্দ করা হয়েছে।
  পর্ণো সিডিগুলো ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়েছে।

রোববার (২৭ ডিসেম্বর) দিনভর সানমারে এ অভিযান চালায় র‌্যাব।  

অভিযানে সানমারের নেক্সাস নেটকে দুই লাখ টাকা, চিটাগং ইলেকট্রনিক্সকে ও ফেমাস ফোনকে ৭৫ হাজার টাকা, আয়াতকে ৫০ হাজার টাকা, মাইক্রনকে এক লাখ টাকা এবং আহাদ ইলেকট্রনিক্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে এক কোটি ২০ লক্ষ ৮০ হাজার টাকা মূল্যের ৩০২ টি নকল সেলফোন এবং ১১৬টি নকল মেমোরি কার্ড  জব্দ করা হয়।

র‌্যাবের চট্টগ্রাম জোনের উপ-অধিনায়ক স্কোয়াড্রন লিডার সাফাত জামিল ফাহিম বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ২২৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫ 
আরডিজি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।