ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সীতাকুণ্ডে ভোট দিতে পারেননি বিএনপি মেয়র প্রার্থী

মো. মহিউদ্দিন, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৪ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
সীতাকুণ্ডে ভোট দিতে পারেননি বিএনপি মেয়র প্রার্থী ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সীতাকুণ্ড থেকে: সীতাকুণ্ড পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী আবুল মনছুর নিজে ভোট দিতে পারেননি বলে অভিযোগ করেছেন। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে বাংলানিউজের কাছে এ অভিযোগ করেন তিনি।



তিনি বাংলানিউজকে জানান, বুধবার সকাল নয়টার দিকে সীতাকুণ্ড ডিগ্রি কলেজ কেন্দ্রে ভোট দিতে গেলে তাকে সরকার দলীয় লোকজন কেন্দ্রে প্রবেশে বাধা দেয়। পরে তিনি ভোট না দিয়েই ফিরে যান।


আবুল মনছুর অভিযোগ করে বলেন, ‘শুধু আমি না, আমার পরিবারের কেউই ভোট দিতে পারেনি। যেখানে একজন মেয়র প্রার্থীই ভোট দিতে পারে না সেখানে সুষ্ঠু ভোট কীভাবে হয়?’

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) রাত থেকেই ককটেল ও গ্রেনেড ফাটিয়ে সবার মাঝে আতঙ্ক সৃষ্টি করে বুধবার সকাল নয়টার মধ্যেই সরকার দলীয় নেতাকর্মীরা কেন্দ্র দখল করে নেন বলেও অভিযোগ করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
এমইউ/টিএইচ/আইএসএস/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।