ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

সাতকানিয়ায় নির্বাচন বাতিল করে পুনঃনির্বাচনের দাবি

রমেন দাশগুপ্ত, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩০, ডিসেম্বর ৩০, ২০১৫
সাতকানিয়ায় নির্বাচন বাতিল করে পুনঃনির্বাচনের দাবি ছবি: সোহেল সরওয়ার/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাতকানিয়া থেকে: সাতকানিয়া পৌরসভা নির্বাচন বাতিল করে পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছেন দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাতকানিয়া উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক শেখ মো. মহিউদ্দিন।

বুধবার দুপুরে সাংবাদিকদের কাছে স্থানীয়ভাবে দলের সর্বশেষ অবস্থানের কথা স্পষ্ট করতে গিয়ে এ দাবি জানান তিনি।



অভিযোগের সুরে শেখ মো. মহিউদ্দিন বাংলানিউজকে বলেন, আমাদের নেতাকর্মীরা ভোট দিতে যেতে পারছে না। ভোটাররা ভোট দিতে কেন্দ্রে যেতে পারছে না।
জানের ভয়ে আমাদের মেয়র প্রার্থী নিজে এলাকায় আসতে পারেননি।

‘এ অবস্থায় সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্ভব নয়। সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমাদের পক্ষে নির্বাচনে থাকা সম্ভব নয়। ’

তাই সাতকানিয়ায় নির্বাচন বাতিল করে নতুন করে নির্বাচন অনুষ্ঠিত করার দাবি জানান এ বিএনপি নেতা।

বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
আরডিজি/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।