ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বারৈয়ারহাট পৌর নির্বাচন

নির্বাচন স্থগিতের আবেদন জানালেন বিএনপি প্রার্থী

মুহাম্মদ রিগ্যান উদ্দিন, উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
নির্বাচন স্থগিতের আবেদন জানালেন বিএনপি প্রার্থী ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরসরাই (চট্টগ্রাম) থেকে: মিরসরাইয়ের বারৈয়ারহাট পৌরসভার ভোটগ্রহণ স্থগিত করার জন্য রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়া আহমেদ সুমনের কাছে লিখিত আবেদন করেছেন বিএনপির প্রার্থী।

বুধবার বেলা দুইটার দিকে বিএনপির মেয়র প্রার্থী মাইনুদ্দিন লিটন ব্যাপক জাল ভোট, কেন্দ্র দখল, হুমকি-ধমকির কারণে এ আবেদন জানান বলে বাংলানিউজকে নিশ্চিত করেছেন।



তিনি বলেন, ‘আমরা ভোট বর্জন করিনি। শুধু স্থগিতের আবেদন জানিয়েছি।


এর আগে বিএনপি প্রার্থী অভিযোগ করেছিলেন, জিয়াউদ্দিন ও শফিকুর রহমান নামে দুজন কর্মীকে অপহরণ করেছে প্রতিপক্ষ আওয়ামী লীগের প্রার্থী ভিপি নিজাম উদ্দিন।

এর মধ্যে শফিকুর রহমানকে দুপুরে ছেড়ে দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেন তিনি।

** এজেন্ট বের করে দেয়ার অভিযোগ বিএনপি প্রার্থীর 

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
এআর/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।