ঢাকা, শনিবার, ১১ শ্রাবণ ১৪৩২, ২৬ জুলাই ২০২৫, ০০ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চন্দন সিনহার বাবা আর নেই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০১, ডিসেম্বর ৩০, ২০১৫
চন্দন সিনহার বাবা আর নেই প্রতীকী ছবি

চট্টগ্রাম: রাউজানের ঐতিহ্যবাহী কুণ্ডেশ্বরী পরিবারের সদস্য, এটিএন বাংলার বিক্রয় ও বিপণন বিভাগের এসভিপি শিল্পী চন্দন সিনহার বাবা গৌরাঙ্গ সিনহা আর নেই।  

বুধবার দুপুর একটা ২৭ মিনিটে তিনি ঢাকার পান্থপথের গ্যাস্ট্রো লিভার হাসপাতালে পরলোক গমন করেন।

  মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।   তিনি স্ত্রী, দুই ছেলে, এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
  দীর্ঘদিন ধরে তিনি লিভার সিরোসিসে ভুগছিলেন।

বৃহস্পতিবার দুপুরে রাউজানের গহিরার কুণ্ডেশ্বরী ভবনে গৌরাঙ্গ সিনহার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

তার মৃত্যুতে এটিএন বাংলার চট্টগ্রাম ব্যুরো প্রধান আলী আব্বাস, ডেপুটি ব্যুরো প্রধান মনজুর কাদের মনজু ও এটিএন নিউজের মাসুদুল হক শোক প্রকাশ করেছেন।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।