ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

জামায়াতের ঘাঁটি সাতকানিয়ায় জয়ী আ’লীগের জোবায়ের

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
জামায়াতের ঘাঁটি সাতকানিয়ায় জয়ী আ’লীগের জোবায়ের ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভায় মেয়র পদে জিতেছেন আওয়ামী লীগের প্রার্থী মো.জোবায়ের।   এর ফলে জামায়াতের ঘাঁটি সাতকানিয়ার পৌরসভাও আওয়ামী লীগের দখলে এল।



সাতকানিয়ার সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা ‍মুহাম্মদ আশরাফুল আলম বাংলানিউজকে জানিয়েছেন, নৌকা প্রতীকে জোবায়ের পেয়েছেন ২০ হাজার ২৫৭ ভোট।   প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী হাজী রফিকুল আলম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২ হাজার ২৮৯ ভোট।


এছাড়া জাতীয় পার্টির মো.ইউছুপ লাঙল প্রতীকে পেয়েছেন ৯৯ ভোট।  

জোবায়েরকে বেসরকারিভাবে নিবাচিত ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন সহকারি রিটার্নিং অফিসার।

‌এর আগে গত সংসদ নির্বাচনে সাতকানিয়া আসন থেকে জয়ী হন আওয়ামী লীগের প্রার্থী ড.আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভি।   এরপর উপজেলা নির্বাচনে জামায়াতের কাছে হারলেও পৌর নির্বাচনে জয় পেল আওয়ামী লীগ।

বাংলাদেশ সময়: ২১৪০ ডিসেম্বর ৩০, ২০১৫
আরডিজি/টিসি   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।