চট্টগ্রাম: একাত্তরের আলবদর কমান্ডার মৃত্যুদণ্ডপ্রাপ্ত মতিউর রহমান নিজামীর জন্যে জামায়াতের ডাকা হরতাল কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বন্দরনগরীতে চলছে।
বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) ভোর ৬টা থেকে হরতাল শুরুর পর নগরীর কোথাও জামায়াতের নেতা-কর্মীদের মাঠে নামার খবর পাওয়া যায়নি।
হরতালে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় নগরীর কমপক্ষে ৮০টি পয়েন্টে প্রায় দুই হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে।
নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য বাংলানিউজকে বলেন, ‘কোনো ধরনের সহিংসতা, অপ্রীতিকর পরিস্থিতি কাউকে সৃষ্টি করতে দেওয়া হবে না। ’
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) কাজী আব্দুল আউয়াল বাংলানিউজকে বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এবং চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অতিরিক্ত পুলিশ টহল দিচ্ছে। সাতকানিয়া, লোহাগাড়া, বাঁশখালী, হাটহাজারীসহ বিভিন্ন উপজেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।
প্রায় দেড় হাজার অতিরিক্ত পুলিশ জেলায় দায়িত্ব পালন করছে বলে তিনি জানান।
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত নিজামীর রায় আপিল বিভাগেও বহাল রাখার প্রতিবাদে জামায়াত বৃহস্পতিবার সারাদেশে ২৪ ঘণ্টার হরতাল ডেকেছে।
বাংলাদেশ সময়: ০৬৪০ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৬
এআর/টিসি