কক্সবাজার: টেকনাফে মানবপাচারকারী চক্রের সদস্য হাবিবুর রহমানকে আটক করেছে পুলিশ। বুধবার রাত ১০টার দিকে হ্নীলার পূর্ব লেদা থেকে তাকে আটক করা হয়।
পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল কাইয়ুম আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আটক হাবিবুর রহমানকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অন্য এক অভিযোগের ভিত্তিতে আটক করা হয়েছে।
এলাকাবাসী জানান, হাবিবুর রহমান ও তার ভাই মুফিজুর রহমান দীর্ঘদিন ধরে মানবপাচারের সাথে জড়িত। তাদের প্রলোভনে পড়ে অনেক যুবক সাগর পথে মালয়েশিয়া যেতে গিয়ে ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও মায়ানমারের কারাগারে এখনো মানবেতর জীবনযাপন করছেন।
বাংলাদেশ সময়: ০৬৫১ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৬
টিটি/এআর/টিসি