ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

২০১৬

সম্ভাবনার বছর শুরু, প্রস্তুত আমরা

তপন চক্রবর্তী, ব্যুরো এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৬
সম্ভাবনার বছর শুরু, প্রস্তুত আমরা ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: অফুরান সম্ভাবনার বছর ২০১৬। বিশেষ করে বৃহত্তর চট্টগ্রামের জন্য।

দেশের প্রথম টানেলের মতো একটি মেগা প্রকল্পের কাজ শুরু হচ্ছে চট্টগ্রামে।

আলোর মুখ দেখবে মিরসরাই ও আনোয়ারা স্পেশাল ইকোনমিক জোন, চট্টগ্রাম বন্দরের বে টার্মিনাল, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের আউটার রিং রোড, মুরাদপুর-বিমানবন্দর ফ্লাইওভার, ওয়াসার সবচেয়ে বড় পানি সরবরাহ প্রকল্প, চট্টগ্রামবাসীর দুঃখ গ্যাসসংকট নিরসনে মহেশখালীর এলএনজি টার্মিনাল ইত্যাদি।
এর সঙ্গে যুক্ত হতে যাচ্ছে কর্ণফুলীর তীরে বন্দর কর্তৃপক্ষের ‘হাতির ঝিল’ প্রকল্প, কালুরঘাট কর্ণফুলী সেতুও।

সংশ্লিষ্টরা বলছেন, এর বাইরে চট্টগ্রাম সিটি করপোরেশন, রেলওয়ে, সড়ক ও জনপথ, জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ডসহ প্রায় প্রতিটি সেক্টরেই উন্নয়ন-অগ্রযাত্রার ছোঁয়া লাগবে।

সম্ভাবনার নতুন দ্বার উন্মোচিত হচ্ছে চট্টগ্রামের। ভৌগোলিক অবস্থানগত কারণে ব্যবসা-বাণিজ্যের কেন্দ্রবিন্দু হিসেবে বিশ্বের ফোকাসটা থাকবে চট্টগ্রামের ওপর। এটি বলছেন শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতারা।

চট্টগ্রামের জনপ্রতিনিধিরা বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামের উন্নয়নের দায়িত্ব নিয়েছেন। ’ চট্টগ্রামবাসী ২০১৫ সালে তার প্রমাণ পেয়েছে। চট্টগ্রাম বিভাগের প্রথম পাঁচতারা হোটেল র‌্যাডিসন ব্লু চিটাগাং বে ভিউ উপহার পেয়েছেন। দৃশ্যমান উন্নয়ন হয়েছে দেশের প্রধান সমুদ্রবন্দর, চট্টগ্রাম বন্দরের। নতুন নতুন মাইলফলক, রেকর্ডের পাশাপাশি বেড়েছে সক্ষমতাও।

শুধু কি উন্নয়ন, ক্রীড়াঙ্গনেও চট্টগ্রাম নবজাগরণ সৃষ্টি করেছে। জনপ্রিয় খেলা ফুটবলের নতুন জীবন দিয়েছে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামের গ্যালারিতে যে উল্লাস-উচ্ছ্বাস ছিল তা-ও মনে রাখবে মানুষ।  

এর বাইরে একনেকে যতগুলো প্রকল্প পাস হয়েছে, বৃহত্তর চট্টগ্রামের যতগুলো প্রকল্প পাইপলাইনে আছে, সব মিলে চট্টগ্রামবাসীর প্রত্যাশাকেও হার মানিয়েছে ২০১৫। এ ধারাবাহিকতা অব্যাহত থাকলে ২০১৬ হবে চট্টগ্রামের সম্ভাবনার বছর।

এ সম্ভাবনাকে ঘিরে চট্টগ্রামজুড়ে যে উন্নয়নের মহাযজ্ঞ চলবে তা দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজপোর্টাল বাংলানিউজ’র পাঠককে জানাতে এডিটর-ইন-চিফ আলমগীর হোসেন দীর্ঘ প্রস্তুতি নিয়েছেন। বৃহত্তর চট্টগ্রামের তিন পার্বত্যজেলা (খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি), দরিয়াপারের শহর-পর্যটন নগরী কক্সবাজারের সব খবরাখবর দ্রুততম সময়ে তুলে ধরতে চট্টগ্রাম অফিস প্রস্তুত।

ঘটনা থেকে দুর্ঘটনা, সমস্যা-সংকটের পাশাপাশি উন্নয়ন, সম্ভাবনা, জনপ্রত্যাশা, দুর্নীতি, অনিয়ম চোখে আঙুল দিয়ে তুলে ধরতে চাই আমরা। ফেলে আসা পাঁচ বছরের মতো এবারও আমাদের পাঠক, বিজ্ঞাপনদাতা, শুভানুধ্যায়ীদের পাশে পাবো- এ আস্থা আমাদের আছে।   আমাদের এ নবযাত্রায় সঙ্গী হোন আপনিও।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৬
টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।