ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সড়কের ওপর প্রতিবন্ধকতা ও পার্কিং

১৪ প্রতিষ্ঠানকে ৬৭ হাজার টাকার জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৬
১৪ প্রতিষ্ঠানকে ৬৭ হাজার টাকার জরিমানা

চট্টগ্রাম: নগরীর কোতোয়ালি ও চকবাজার থানা এলাকায় বিশেষ অতিযান চালিয়ে ফুটপাত ও সড়কে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি ও অবৈধ গাড়ি পার্কিংয়ের দায়ে ১৪ প্রতিষ্ঠানকে ৬৭ হাজার টাকার জরিমানা করা হয়েছে। এ ছাড়া ফুটপাত থেকে ৫০টি ভাসমান দোকান উচ্ছেদ করা হয়েছে।



শুক্রবার চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন এ অভিযানে নেতৃত্ব দেন। অভিযানে চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শফিকুল মন্নান ছিদ্দিকীসহ সংশ্লিষ্ট বিভাগগুলোর কর্মকর্তা-কর্মচারী, কোতোয়ালি ও চকবাজার থানা এবং নগর পুলিশ সহায়তা করেন।


চসিক সূত্রে ‍জানা গেছে, পরিচ্ছন্ন নগরী গড়ার অঙ্গীকার থেকে মেয়র আ জ ম নাছির উদ্দিন ২০১৫ সালের ১ সেপ্টেম্বর থেকে রাতের বেলা আবর্জনা অপসারণ কার্যক্রম চালু করেন। ১ জানুয়ারি (২০১৬) থেকে চসিকের আইন অমান্য করে দিনের বেলা আবর্জনা ফেলা ও নগরীকে অপরিচ্ছন্ন করার চেষ্টা হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছিলেন মেয়র। তা্রই ধারবাহিকতায় শুক্রবার পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। আগামী দিনে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৬
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।