ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

৪০ হাজার টাকার জাল নোটসহ দম্পতি গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৬
৪০ হাজার টাকার জাল নোটসহ দম্পতি গ্রেফতার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: খুলশী থানার লালখান বাজার ইস্পাহানি মোড়ের মিন্টুর চায়ের দোকানের সামনে থেকে ৪০ হাজার টাকার জাল নোটসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

তারা হলেন জোরারগঞ্জ থানার দক্ষিণ সোনা পাহাড় (মকবুল মিস্ত্রি বাড়ি) এলাকার নজির আহম্মদের ছেলে মো. ইসমাইল হোসেন মাহিন ও তার স্ত্রী সানজিদা আক্তার নিপা (২০)।



বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১০টার সময় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

মহানগর গোয়েন্দা (বন্দর-পশ্চিম) বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নাজমুল হাসান বাংলানিউজকে জানান, জাল টাকা কেনাবেচার উদ্দেশ্যে একটি চক্র জড়ো হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে এসআই সঞ্জয় গুহ, রাজেশ বড়ুয়া ও সজল দাশ ও সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালানো হয়।


এ সময় ইসমাইল-সানজিদা দম্পতিকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে খুলশী থানার মামলা হয়েছে।     

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৬
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।