ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পতেঙ্গায় অগ্নিদুর্গতদের মাঝে মনজুর আলমের ত্রাণ বিতরণ

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪২ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৬
পতেঙ্গায় অগ্নিদুর্গতদের মাঝে মনজুর আলমের ত্রাণ বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: পতেঙ্গায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন সাবেক মেয়র মনজুর আলম। শুক্রবার বিকেলে দক্ষিণ পতেঙ্গার মিয়াজি পাড়ায় মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ক্ষতিগ্রস্থ ১৮টি পরিবারের মাঝে শীতবস্ত্র ও খাবার দেওয়া হয়।



এসময় মনজুর আলম বলেন, মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন সব সময় বঞ্চিত এবং দুর্গত মানুষের জন্য কাজ করে। আগুনে পুড়ে সর্বস্ব হারানো এসব পরিবারকে ঘর নির্মানের জন্য প্রয়োজনীয় সামগ্রী দেওয়ারও আশ্বাস দেন তিনি।


৩০ ডিসেম্বর রাতে আগুনে পুড়ে সর্বস্ব হারান ১৮টি পবিার।

ত্রাণ সামগ্রী বিতরণকালে স্থানীয় সাবেক কাউন্সিলর ডা. মো. আফছার, মো. ইসমাইল, মোস্তফা হাকিম বিশ্ববিদ্যালয় কলেজের ভাইস প্রিন্সিপ্যাল মো. বাদশা আলম, মো. মুছা, নুরুল আলম, জসিম উদ্দিন, আবদুল কাদের, দিদারুল আলম, নুরুল ইসলাম, হাজী আলম, হাজী মুসলিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১১৪৩ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৬
এমইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।