ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চবিতে রোববার থেকেই শিক্ষকদের কর্মবিরতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৬
চবিতে রোববার থেকেই শিক্ষকদের কর্মবিরতি

চট্টগ্রাম: অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে ১১ জানুয়ারি থেকে শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এ কর্মসূচি শুরু হচ্ছে রোববার (৩ জানুয়ারি) থেকেই।

কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের কোনো বিভাগ-ইনস্টিটিউটে ক্লাস নিবেন না শিক্ষকেরা।

তবে পরীক্ষা না নেওয়ার বিষয়ে এখনো পর্যন্ত কোন সিদ্ধান্ত হয়নি।

অষ্টম জাতীয় বেতন কাঠামো সংক্রান্ত প্রকাশিত গেজেটের সংশোধন না করা এবং প্রতিশ্রুতিগুলো ‍বাস্তবায়ন না করায় বুধবার (৩০ ডিসেম্বর) চবি শিক্ষক সমিতির সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
 

এদিকে শনিবার দুপুরে একই দাবিতে ১১ জানুয়ারি থেকে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এক ব্রিফিংয়ে ফেডারেশনের  মহাসচিব অধ্যাপক এএসএম মাকসুদ কামাল এ ঘোষণা দেন।

কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি তাদের আগের সিদ্ধান্ত অনুযায়ী রোববার থেকেই কর্মসূচি শুরু করবে।  

চবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আবুল মনছুর বাংলানিউজকে বলেন, ‘আমরা বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করছি। তবে আমাদের নেওয়া সিদ্ধান্ত স্থগিত করছি না। রোববার থেকেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি কর্মসূচি শুরু হবে। তাই রোববার থেকে ক্লাস নেবেন না শিক্ষকরা। ’

কর্মসূচি চলাকালে বিশ্ববিদ্যালয়ে কোন পরীক্ষা অনুষ্ঠিত হবে কিনা এমন প্রশ্নে অধ্যপক আবুল মনছুর বলেন, ‘সিদ্ধান্ত যেহেতু ‌আগেই হয়েছে তাই রোববার ক্লাসের পাশাপাশি পরীক্ষাও হবে না। তবে রোববার দুপুরে শিক্ষক সমিতির জরুরি বৈঠক আছে। ওই বৈঠকে সিদ্ধান্ত হবে পরবর্তী দিন থেকে পরীক্ষা নেব কিনা। ’

‘ছাত্ররা আমাদের প্রতিপক্ষ নয়, আমরাও ক্লাস-পরীক্ষা নিতে চাই। কিন্তু দীর্ঘদিন ধরে আন্দোলন করার পরও সরকার আমাদের কথা শুনছে না। সরকারকে একটা ঝাঁকুনি দেওয়া দরকার। তাই কঠোর কর্মসূচিতে গেলাম’ যোগ করেন এই শিক্ষক নেতা।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৫
টিএইচ/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।