চট্টগ্রাম: কোথাও নাচ-গান, কোথাও চলছে আলোচনা সভা। এভাবেই পুরো নগরীতে কাটছে বিজয় দিবসের সন্ধ্যা-রাত।
নগরীর ডিসি হিল প্রাঙ্গণে বসেছে তরুণ্যর মেলা।
বিজয় দিবস উপলক্ষে ডিসি হিল প্রাঙ্গণে চলছে বঙ্গবন্ধু বই মেলা ও মুক্তিযুদ্ধের বিজয় উৎসব শীর্ষক অনুষ্ঠান। এ উপলক্ষে বিকেল থেকেই শুরু হয় সাংষ্কৃতিক অনুষ্ঠানের। পরে সন্ধ্যার পর থেকে শুরু হয়েছে আলোচনা সভা। এতে নানা শ্রেণি-পেশার মানুষের ঢল নামে।
অন্যদিকে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে কোনো অনুষ্ঠান না থাকলেও তরুণদের ভিড় দেখা গেছে। কেউ কেউ ফুল দিয়ে একাত্তরের বীরদের শ্রদ্ধা জানাচ্ছিলেন।
তবে তরুণদের সবচেয়ে বড় জমায়েতটা হয়েছে শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে। শিল্পকলা প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া শিল্পকলা একাডেমীর আর্ট গ্যালারি ভবনের দ্বিতীয় তলায় চলছে বার্ষিক চিত্র প্রদর্শনী। এতে তরুণ-তরুণীদের ঘুরে ঘুরে প্রদর্শনী উপভোগ করতে দেখা গেছে।
জেলা প্রশাসক মো. সামসুল আরেফিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিভাগীয় কমিশনার মো. রুহুল আমিন। এছাড়া সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, ডিইজি, চট্টগ্রাম রেঞ্জ মোহা. শফিকুল ইসলাম, পুলিশ কমিশনার ইকবাল বাহার, পুলিশ সুপার নুরে আলম মিনা।
এতে মুখ্য আলোচক ছিলেন বিশিষ্ট কবি ও সাংবাদিক আবুল মোমেন। এছাড়া আলোচনা করেন মুক্তিযোদ্ধা সংসদ, চট্টগ্রাম জেলা কমান্ডার সাহাব উদ্দিন ও নগর কমান্ডার মোজাফফর আহমদ।
এদিকে এম এ আজিজ স্টেডিয়াম চত্বরে মুক্তিযুদ্ধের বিজয় মেলায় সন্ধ্যার পর থেকে চলে আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। বিশেষ অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।
এসময় বিজয় মেলা পরিষদের চেয়ারম্যান নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী দর্শক সারিতে বসে আলোচনা উপভোগ করেন।
বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৬
টিএইচ/টিসি