ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ভূজপুরে স্ত্রীকে গলাটিপে হত্যা, স্বামী আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৮ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬
ভূজপুরে স্ত্রীকে গলাটিপে হত্যা, স্বামী আটক

ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার দাঁতমারা ইউনিয়নের উত্তর রত্মপুর গ্রামে মাজুমা আক্তার (২৭) নামে এক গৃহবধুকে গলাটিকে হত্যা করেছে তার স্বামী।  এ ঘটনায় ঘাতক স্বামী আরমান আলীকে আটক করেছে পুলিশ।

চট্টগ্রাম: ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার দাঁতমারা ইউনিয়নের উত্তর রত্মপুর গ্রামে মাজুমা আক্তার (২৭) নামে এক গৃহবধুকে গলাটিকে হত্যা করেছে তার স্বামী।  এ ঘটনায় ঘাতক স্বামী আরমান আলীকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টায় এ ঘটনা ঘটে। পুলিশের ধারণা শুক্রবার দিনগত রাতের কোন এক সময়ে মাজুমা আক্তারকে হত্যা করা হয়েছে।

দাঁতমারা ইউনিয়নের পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই ফজলুল করিম বাংলানিউজকে বলেন, শনিবার সকালে মাজুমা আত্মহত্যা করেছে বলে তার চাচাকে খবর দেয় আরমান আলী। খবর শুনে দ্রুত মাজুমার বাড়িতে যান তিনি। সেখানে গিয়ে দেখেন মাজুমার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি পুলিশকে জানালে পুলিশ আরমানকে আটক করে।

দুই সন্তানের জননী মাজুমা হত্যাকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানান এসআই ফজলুল করিম।

বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬

এমইউ/টিসি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।