চট্টগ্রাম: শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ, শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করেছে রাজানগর রাণীরহাট ডিগ্রি কলেজ।
শুক্রবার সকালে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
আলোচনা সভায় সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বক্তারা জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতার জন্য লড়ে যাওয়া সকল বীরসেনা ও বীরাঙ্গনাদের অবদানের কথা গভীর শ্রদ্ধায় স্মরণ করেন।
তারা বলেন, ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে আমরা একটি রাষ্ট্র পেয়েছিলাম। জাতির জনক বঙ্গবন্ধু তার স্বপ্নের বাংলাদেশ বিনির্মানে কাজ করে যাচ্ছিলেন। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে পাকিস্তান বানানোর চেষ্টা করেছিল স্বাধীনতা বিরোধিরা। কিন্তু শেষ পর্যন্ত তাদের সেই ষড়যন্ত্র সফল হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলেছে বাংলাদেশ।
বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬
এমইউ/টিসি