চট্টগ্রাম: মহান বিজয় দিবস উপলক্ষে তারুণ্যের বিজয় উল্লাসকে সবার মাঝে ছড়িয়ে দিতে নগরীতে ব্যতিক্রমধমী সাইকেল স্টান্ট শোর আয়োজন করে রোড স্টান্ট রকার্স চট্টগ্রাম।
শুক্রবার নগরীর অভয়মিএ ঘাটে অনুষ্ঠিত এই স্টান্ট শোর ১০টি কিউতে রোড স্টান্ট রকার্স ও নেইভর হুড স্টান্ট বয়েজ রকার্স এর এক নারী সদস্যসহ ২১ সাইকেলিস্ট রাউডারে অংশ নেন।
রোড স্টান্ট রকার্স চট্টগ্রামের সাধারণ সম্পাদক এ জে রাফির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি করপোরেশনের পাথরঘাটা ওয়ার্ড কাউন্সিলার হাসান মুরাদ বিপ্লব ও বিশেষ অতিথি ছিলেন বৈশাখী টেলিভিশনের প্রযোজক মোহাম্মদ ফারুক।
হাজারো দর্শকের উপস্থিতিতে মনোমুগ্ধকর এই প্রদশর্নীতে অংশগ্রহণকারীরা হুইলি, রোলিং, সারফিং, সাইক্লোন, ব্রার্দারহুড, সুইচ ব্যাক,হেডস্টান্ট, সাইট ব্যালেন্স, বানি হোপ, কোমডো সার্কেল কিউর মনোমুগ্ধকর ১০টি কিউ পরিবেশন করেন।
সাইকেল স্টান্ট শোতে অংশ নেন রোড স্টান্ট রকার্স চট্টগ্রামের রাইডার শ্যামা, ফয়সল, আবিদ, আকাশ, আরিফিন, মোস্তফা, হাবিব, আসিক, সান্টু, খোরশেদ, ইবু, মাহিন , হরিজিৎ, সাইফুল, সুজিল ও নেইভর হুড স্টান্ট বয়েজ রকার্স এর রাইডার সায়েম, রহিত, সাইফ, তুহিন, কৌশিক, রাথিম।
বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬
আইএসএ/টিসি