ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

শতায়ু অঙ্গন-সিআরবির উদ্যোগে বিজয় দিবসের আলোচনা

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৫৭, ডিসেম্বর ১৭, ২০১৬
শতায়ু অঙ্গন-সিআরবির উদ্যোগে বিজয় দিবসের আলোচনা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শতায়ু অঙ্গন-সিআরবির উদ্যোগে মহান বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ ডিসেম্বর) সকালে নগরীর সিআরবির শিরীষতলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম: শতায়ু অঙ্গন-সিআরবির উদ্যোগে মহান বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ ডিসেম্বর) সকালে নগরীর সিআরবির শিরীষতলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সিদ্দিক আহমেদ।  বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ডা. আবু বকর সিদ্দিক, আজিজুল হক, আজিজুল ইসলাম, নুরুল হুদা, দাউদ ভূঁইয়া, হাজী মো. ইউনুস, সাহাবুদ্দিন, জসিম উদ্দিন, ফজল কবির, মোস্তফা মানিক,আবদুস সবুর, নুরুল হক, জাফর আহমেদ, শামসুল আলম, আবুল হোসেন, শামসুল আলম ও জাহাঙ্গীর আলম।

বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের নেতৃত্বে রক্তের বিনিময়ে আমরা পেয়েছি এই স্বাধীন সার্বভৌম ভূখণ্ড। বাংলাদেশের স্বাধীনতা আমাদের জন্য এক মহা অর্জন। বর্তমান প্রজন্ম অর্জিত এ স্বাধীনতাকে ধরে রাখতে বদ্ধপরিকর। এই স্বাধীন দেশের জনগণ নিজেরাই সোনার বাংলাদেশ গড়ে তুলে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে।   

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬

আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।