ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সেক্টরভিত্তিক এসএমই মেলার আয়োজন করবে চট্টগ্রাম চেম্বার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬
সেক্টরভিত্তিক এসএমই মেলার আয়োজন করবে চট্টগ্রাম চেম্বার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ক্লাব, হোটেল, কনভেনশন হলসহ বিভিন্ন সেক্টরভিত্তিক এসএমই মেলা আয়োজনের পরিকল্পনা করছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। শনিবার সকালে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় এ পরিকল্পনার কথা জানান চেম্বার সভাপতি মাহবুবুল আলম।

চট্টগ্রাম: ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ক্লাব, হোটেল, কনভেনশন হলসহ বিভিন্ন সেক্টরভিত্তিক এসএমই মেলা আয়োজনের পরিকল্পনা করছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। শনিবার সকালে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় এ পরিকল্পনার কথা জানান চেম্বার সভাপতি মাহবুবুল আলম।

চেম্বার মিলনায়তনে অনুষ্ঠিত সভায় ২০১৫-২০১৬ সালের বার্ষিক কার্যবিবরণী অনুমোদন, ২০১৫-২০১৬ অর্থবছরের চিটাগাং চেম্বারের নিরীক্ষণকৃত আয়-ব্যয়ের হিসাব অনুমোদন করা হয়।

চেম্বার সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে সহ-সভাপতি সৈয়দ জামাল আহমেদ, পরিচালক মো. দিদারুল আলম এমপি, মাজহারুল ইসলাম চৌধুরী, এ কে এম আক্তার হোসেন, কামাল মোস্তফা চৌধুরী, মাহফুজুল হক শাহ, জহিরুল ইসলাম চৌধুরী (আলমগীর), মো. অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), মো. সিরাজুল ইসলাম, এম এ মোতালেব, মো. জহুরুল আলম, মাহবুবুল হক চৌধুরী (বাবর), মোহাম্মদ হাবিবুল হক, সরওয়ার হাসান জামিল, এস এম শামসুদ্দিন, অঞ্জন শেখর দাশ, মো. রকিবুর রহমান (টুটুল), মো. জাহেদুল হক, মো. আরিফ ইফতেখার, সাবেক পরিচালক ছৈয়দ ছগীর আহমেদ, মোহাম্মদ আলমগীর পারভেজ, আবছার হাসান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে মাহবুবুল আলম বলেন, ব্যবসা-বাণিজ্যের নানা সমস্যা নিয়ে ব্যবসায়ী সমাজের পক্ষে চট্টগ্রাম চেম্বার সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ-আলোচনা করে তা নিরসনের চেষ্টা করে। ব্যবসা-বাণিজ্য নির্বিঘেœ পরিচালনা করতে সব ধরনের উদ্যোগ নিয়ে থাকে।  

মাহবুবুল আলম আন্তর্জাতিক বাণিজ্য, বিদেশি বিনিয়োগ ও রফতানি প্রসারে জাপানী প্রতিনিধিদল, কানাডিয় হাইকমিশনার, তুর্কি রাষ্ট্রদূত, চীনা প্রতিনিধিদল, স্পেনের রাষ্ট্রদূত, মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত, থাই বাণিজ্য প্রতিনিধিদল, দক্ষিণ আফ্রিকার হাইকমিশনার, রাশিয়ান কনসাল জেনারেল, ভারতীয় সহকারী হাইকমিশনার, অস্ট্রেলিয়ার সাবেক মন্ত্রী, তাইওয়ান এক্সটার্ণাল ট্রেড ডেভেলাপমেন্ট কাউন্সিল প্রতিনিধি, কাতারের রাষ্ট্রদূত, শ্রীলংকার হাইকমিশনার, ভারতীয় হাইকমিশনার, মারুবেনী কর্পোরেশন বোর্ড চেয়ারম্যান, ইউরোপীয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত, ভারতে অবস্থিত কনফেডারেশন অব ইস্টার্ন চেম্বারস অব কমার্স’র চেয়ারম্যান, ভারতের ডেপুটি হাইকশিনার, থাইল্যান্ডের বাণিজ্য প্রতিনিধিদল, মায়ানমারের বাণিজ্য প্রতিনিধিদল, ব্রিটিশ হাইকমিশনার এবং কুয়েত চেম্বার সভাপতির সাথে চেম্বারের মতবিনিময়ের কথা তুলে ধরেন।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬

এমইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।