ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বিএমএ নির্বাচন

ডা. নাসির-ডা. মিনহাজ পরিষদের গণসংযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬
ডা. নাসির-ডা. মিনহাজ পরিষদের গণসংযোগ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আসন্ন বিএমএ কেন্দ্রীয় নির্বাচনে স্বাচিপ মনোনীত ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন-ডা. ইহতেশামুল হক চৌধুরী পরিষদ ও চট্টগ্রাম শাখা নির্বাচনে ডা. নাসির উদ্দিন মাহমুদ-ডা. আ.ম.ম.মিনহাজুর রহমান পরিষদের পক্ষে গণসংযোগ ও মতবিনিময় অব্যাহত রয়েছে।

চট্টগ্রাম: আসন্ন বিএমএ কেন্দ্রীয় নির্বাচনে স্বাচিপ মনোনীত ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন-ডা. ইহতেশামুল হক চৌধুরী পরিষদ ও চট্টগ্রাম শাখা নির্বাচনে ডা. নাসির উদ্দিন মাহমুদ-ডা. আ.ম.ম.মিনহাজুর রহমান পরিষদের পক্ষে গণসংযোগ ও মতবিনিময় অব্যাহত রয়েছে।

শনিবার (১৭ ডিসেম্বর) চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ইউএসটিসি), চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতাল, মমতা ক্লিনিক, রেডক্রিসেন্ট মেটারনিটি হাসপাতাল, আমেরিকান হাসপাতাল ও আগ্রাবাদস্থ পরিবার পরিকল্পনা ভবনে চিকিৎসকদের সাথে ডা. নাসির উদ্দিন মাহমুদ-ডা. আ.ম.ম.মিনহাজুর রহমান পরিষদ গণসংযোগ ও মতবিনিময় করেছেন।

মতবিনিময় সভায় নিরপেক্ষ ভেন্যুতে যদি নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে চিকিৎসকরা নির্বিঘ্নে, নির্ভয়ে, যে কোন ধরণের চাপ ও শংকামুক্ত থেকে ভোট প্রদান করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।  এছাড়াও ২২ ডিসেম্বর অনুষ্ঠিতব্য বিএমএ নির্বাচন একটি উৎসবে পরিণত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।

গণসংযোগ ও মতবিনিময়কালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএমএ ও স্বাচিপের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ডা. নুরুল ইসলাম, স্বাধীনতা চিকিৎসক পরিষদ চট্টগ্রাম শাখার প্রতিষ্ঠাতা সভাপতি ডা. আ.ন.ম. ফারুক অর রশিদ, পরিচালক (স্বাস্থ্য) ও সাবেক সিভিল সার্জন ডা. মো. আবু তৈয়ব, সাবেক সিভিল সার্জন ডা. সরফরাজ খাঁন চৌধুরী, ডা. সাদেকুর রহমান, ডা. নাজির মোহাম্মদ খাঁন টিপু, ডা. রফিকুল মাওলা, ডা. সিরাজুল হক, ডা. কাজী মোহাম্মদ ইদ্রিস, ডা. দিদারুল মুনির রুবেল, সহ-সভাপতি পদপ্রার্থী অধ্যাপক ডা. এম.এ. রউফ, ডা. আবু মনসুর মো. নিজামুদ্দিন খালেদ, কোষাধ্যক্ষ পতপ্রার্থী ডা. মোহাম্মদ সেলিম, যুগ্ম-সাধারণ সম্পাদক পতপ্রার্থী ডা. মেজবাহ উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী ডা. বিপ্লব পালিত, বিজ্ঞান বিষয়ক সম্পাদক পদপ্রার্থী ডা. সৌমেন পালিত, প্রচার ও গণসংযোগ পদপ্রার্থী ডা. অজয় দাশ, সমাজসেবা সম্পাদক প্রার্থী ডা. বিপ্লব কুমার বড়ুয়া, ডা. ধীমান বড়ুয়া, ডা. মো. মুশফিকুর রহমান, ডা. সুরজিত ঘোষ, ডা. মো. ইকবাল উদ্দিন আহমেদ, ডা. সেলিম আহমেদ, ডা. নাহিদা খানম শিমু, ডা. পারিজাত পালিত, ডা. সাজিয়া আফরিন, ডা. সৌমিত্র বড়ুয়া, ডা. সৌমেন বড়ুয়া, ডা. নিসর্গ মেরাজ চৌধুরী, ডা. তাহিয়াত আহমেদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬

এসবি/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।