ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

৪০ বছর

১ কোটি অভিবাসীর রেমিটেন্স ১১ লাখ ১৭৭০৫ মিলিয়ন টাকা

মো.মহিউদ্দিন, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬
১ কোটি অভিবাসীর রেমিটেন্স ১১ লাখ ১৭৭০৫ মিলিয়ন টাকা ছবি: সংগৃহিত

আন্তর্জাতিক শ্রম অভিবাসনের উপর নির্ভরশীল বাংলাদেশ ১৯৭৬ থেকে ২০১৬ সালের নভেম্বর পর্যন্ত ১ কোটি ৩ লাখ ৮৭ হাজার ৫৫৬ জন কাজ নিয়ে বিদেশ গিয়েছেন। তাদের প্রেরিত রেমিটেন্সের পরিমাণ ১১ লাখ ১৭ হাজার ৭০৫ মিলিয়ন টাকা। চলতি বছরের নভেম্বর পর্যন্ত ৭ লাখ ২২ হাজার ১০০ জন কর্মী বিদেশ গিয়েছেন। 

চট্টগ্রাম: আন্তর্জাতিক শ্রম অভিবাসনের উপর নির্ভরশীল বাংলাদেশ ১৯৭৬ থেকে ২০১৬ সালের নভেম্বর পর্যন্ত ১ কোটি ৩ লাখ ৮৭ হাজার ৫৫৬ জন কাজ নিয়ে বিদেশ গিয়েছেন। তাদের প্রেরিত রেমিটেন্সের পরিমাণ ১১ লাখ ১৭ হাজার ৭০৫ মিলিয়ন টাকা।

চলতি বছরের নভেম্বর পর্যন্ত ৭ লাখ ২২ হাজার ১০০ জন কর্মী বিদেশ গিয়েছেন।  

চট্টগ্রাম জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।

চট্টগ্রামকে প্রবাসী অধ্যুষিত জেলা উল্লেখ করে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক  মোহাম্মদ জহিরুল আলম মজুমদার বাংলানিউজকে বলেন, এ জেলার ১৫ লাখের অধিক কর্মী বিদেশ গেছেন।  

এদিকে  ‘উন্নয়নের মহাসড়কে অভিবাসীরা সবার আগে’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০১৬ উদযাপনে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে চট্টগ্রাম জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস।

চট্টগ্রাম জেলা প্রশাসনের তত্ত্বাবধানে রোববার সকাল ৯টায় নগরীর আগ্রবাদে চট্টগ্রাম জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সামনে থেকে শোভাযাত্রা বের করা হবে। সকাল ১০টা থেকে অফিসের সামনের মাঠে চলবে আন্তর্জাতিক শ্রম অভিবাসন সংক্রান্ত তথ্য সেবা মেলা।

বিকেল ৩টায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রবাসীর মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে নগরীর নাসিরাবাদ এলাকায় বাংলাদেশ কোরিয়া কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের সম্মেলন কক্ষে। এদিন সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত বিদেশ থেকে আগত এবং বিদেশগামী অভিবাসীদের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অভিনন্দন জানানো হবে।

চট্টগ্রাম জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ জহিরুল আলম মজুমদার বাংলানিউজকে বলেন, রোববার সকালে বিদেশগামী দুটি ফ্লাইটের অভিবাসীদের গেঞ্জি দেওয়া হবে। সকল অভিবাসীদের অভিনন্দন জানানোর পাশাপাশি মিষ্টি খাওয়ানো হবে।

দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম জেলা প্রশাসক সামসুল আরেফিন। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নুরে আলম মিনা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মাসুকুর রহমান সিকদার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এতে সভাপতিত্ব করবেন চট্টগ্রাম জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ জহিরুল আলম মজুমদার।

অনুষ্ঠানে অভিবাসী ও তাঁদের পরিবার, অভিবাসন সংশ্লিষ্ট এনজিও, ব্যাংকিং প্রতিষ্ঠান, বিভিন্ন এয়ারলাইন্স ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান অংশ নেবে। জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক অভিবাসি দিবস ২০০০ সাল থেকে অভিবাসির মর্যাদা, ন্যায় বিচার ও অধিকার সুরক্ষায় দিবসটি সারা বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে।

জানা গেছে, আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষ্যে চট্টগ্রামে প্রবাসীর ১৯৫ জন মেধাবী সন্তানকে ৩৬ লাখ ৫ হাজার ১০০ টাকার শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হবে। এরমধ্যে পিএসসির ৫৯ জনকে ৫ লাখ ৮৪ হাজার ১০০, জেএসসির ৪৯ জনকে ১১ লাখ ৭৬ হাজার, এসএসসির ৮৪ জনকে ১৭ লাখ ৬৪ হাজার এবং এইচএসসি ৩ জনকে ৮১ হাজার টাকার শিক্ষাবৃত্তির টাকা দেওয়া হবে।

দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয়, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, বাংলাদেশ কোরিয়া কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র, শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরসহ বিভিন্ন স্থানে অভিবাসীদেরকে অভিবাদন জানিয়ে ব্যানার লাগানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫৫ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬

এমইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।