ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মসজিদের জন্য টাকা খরচ করতে পারাটা সৌভাগ্যের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬
মসজিদের জন্য টাকা খরচ করতে পারাটা সৌভাগ্যের ছবি: উজ্জ্বল ধর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

‘টাকা-পয়সা অনেকেরই থাকে। কেউ সেই টাকা-পয়সা গাড়ি বাড়ি কেনে, আবার কেউ জুয়া খেলে খরচ করে। সবাই আল্লাহর পথে খরচ করতে পারে না। আমার সৌভাগ্য মসজিদের জন্য খরচ করতে পারছি।’

চট্টগ্রাম: ‘টাকা-পয়সা অনেকেরই থাকে। কেউ সেই টাকা-পয়সা গাড়ি বাড়ি কেনে, আবার কেউ জুয়া খেলে খরচ করে।

সবাই আল্লাহর পথে খরচ করতে পারে না। আমার সৌভাগ্য মসজিদের জন্য খরচ করতে পারছি।

শনিবার সন্ধ্যায় কর্ণেল হাট জামে মসজিদের সম্প্রসারণ ও উন্নয়ন কাজের উদ্বোধন করতে এসে এসব কথা বলেছেন পিএইচপি ফ্যামিলির পরিচালক মো. জহিরুল ইসলাম রিংকু।

সংস্কারের অংশ হিসেবে মসজিদটি তিনতলা পর্যন্ত সম্প্রসারণ করা হচ্ছে। পাশাপাশি এর মিম্বর তৈরি ও অন্যান্য সংস্কার কাজের পাশাপাশি পুরো মসজিদে শীততাপনিয়ন্ত্রিত যন্ত্র বা এসি স্থাপন করা হচ্ছে। মো. জহিরুল ইসলাম রিংকু’র অর্থায়নে কর্ণেল হাট এলাকার এই মসজিদের সম্প্রসারণ ও উন্নয়ন কাজ সম্পন্ন হচ্ছে।

বক্তব্যের শুরুতেই মুসল্লিদের উদ্দেশ্যে একটি নাতে রাসুল (সা.) গেয়ে শোনান পিএইচপি ফ্যামিলির পরিচালক মো. জহিরুল ইসলাম রিংকু। ছবি: বাংলানিউজ টোয়েন্টিফোর.কম

পরে তিনি তার বক্তব্যে আরও বলেন, আল্লাহ আমাদের এতো নেয়ামত দিয়েছেন। কিন্তু আমরা যদি আল্লাহর ঘরটা সুন্দর না করি তাহলে সেটা ভালো দেখায় না। মসজিদের ঘর সুন্দর হলে নামাজ পড়তে এসে সবাই খুশী হন। তাই আমার এ উদ্যোগ। ভবিষ্যতেও এরকম কাজে আমার সহযোগিতা অব্যাহত থাকবে।

বক্তব্য শেষে মসজিদের সম্প্রসারণ ও উন্নয়ন কাজের উদ্বোধন করেন মো. জহিরুল ইসলাম রিংকু। এ সময় অন্যদের মধ্যে মসজিদের খতিব ড. আলী হোসেন, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আবুল হাশেম, সাধারণ সম্পাদক মঈনুদ্দীন চৌধুরী, সহ সভাপতি মনজুরুল আলম চৌধুরীসহ মসজিদ পরিচালনা কমিটির অন্য নেতৃবৃন্দের মধ্যে শামসুল আলম, নুরুল হক, শামসুল হক বাবলু, মোহাম্মদ নবী, গিয়াজ উদ্দীন চৌধুরী, ইলিয়াস বাপ্পী, নজরুল ইসলাম, আবদুল করিম, মোহাম্মদ শফি, আমিনুল হক, জসিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে মুনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম মাওলানা মো. আবু তাহের। ছবি: বাংলানিউজ টোয়েন্টিফোর.কম

এর আগে স্থানীয় আশরাফ আলী বাড়ি, হাজি সিরাজ উদ্দিন বাড়ির পক্ষে এবং মসজিদ পরিচালনা কমিটির পক্ষে মো. জহিরুল ইসলাম রিংকুকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬

টিএইচ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।