চট্টগ্রাম: চট্টগ্রাম হানাদারমুক্ত দিবসে পুলিশ সদস্য হিসেবে মুক্তিযুদ্ধে অংশ নেয়া ৩৮ জনকে সম্মাননা দিয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)।
শনিবার (১৭ নভেম্বর) সকালে নগরীর দামপাড়া পুলিশ লাইন মাঠে তাদের সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন সিএমপি কমিশনার ইকবাল বাহার।
সিএমপি কমিশনার বলেন, স্বাধীনতার ৪৫ বছর পর শপথ নিতে হবে আমরা পরাভূত হই নাই, পরাজিত হতেও চাই না। সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক নির্মূল যে কোন মূল্যে আমাদের করতে হবে।
মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ সংগ্রহ করে ২৬ মার্চের মধ্যে একটি স্মারক গ্রন্থ প্রকাশের ঘোষণা দেন সিএমপি কমিশনার।
সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক)মাসুদ উল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) সালেহ মোহাম্মদ তানভীর, অতিরিক্ত ডিআইজি (চট্টগ্রাম রেঞ্জ) সাখাওয়াত হোসেন, অতিরিক্ত ডিআইজি (ট্যুরিষ্ট)মোহাম্মদ মুসলিমসহ উর্দ্ধতন কর্মকর্তারা।
বাংলাদেশ সময়: ২০১৬ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬
আরডিজি/টিসি