চট্টগ্রাম: চিটাগাং সিনিয়রস ক্লাব লিমিটেড’র ২০১৬-২০১৭ সাল মেয়াদের জন্য ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে অ্যাডভোকেট রফিকুল আনোয়ার চৌধুরী প্রেসিডেন্ট এবং মো. মানিক বাবলু ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।
১৫ ডিসেম্বর ক্লাবের ইউসিবি অডিটোরিয়ামে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এছাড়া ম্যানেজিং কমিটির পাঁচ সদস্য পদে যথাক্রমে মোহাম্মদ আলাউদ্দিন, বেলায়েত হোসেন, প্রফেসর ডা. মো. জসিম উদ্দীন, এম এ কবির মিল্কী এবং মো. জাহিদুল ইসলাম মিরাজ নির্বাচিত হন।
একইদিন ক্লাবের ৮৯ তম বার্ষিক সাধারন সভাও অনুষ্ঠিত হয়। নির্বাচনে এম. আর. দে (এফ.সি.এ) নির্বাচন সাব-কমিটির কনভেনার হিসাবে দায়িত্ব পালন করেন।
বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২৯০১৬
টিএইচ/টিসি