চট্টগ্রাম: একাত্তরে দুই সন্তান হারানো লেখিকা রমা চৌধুরী বলেছেন, একাত্তরের সংগ্রাম এখনও শেষ হয়নি। স্বাধীনতার মর্যাদা অক্ষুন্ন রাখতে হলে নতুন প্রজন্মকে দায়িত্ব নিতে হবে।
বিজয় দিবস উপলক্ষে নগরীর পুরাতন রেল স্টেশন এলাকায় সুবিধা বঞ্চিত শিশুদের সংগঠন আলোর ঠিকানা ও শিশুতোষ সংগঠন শেখ রাসেল স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত লাল সবুজের উৎসবের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উৎসবে প্রধান অতিথির বক্তব্যে দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক বলেন, একাত্তরের ত্রিশ লক্ষ শহীদের আত্মত্যাগ আর দুই লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত এ স্বাধীনতা। এ স্বাধীনতা আমাদের কেউ দান করে নি। আমরা অর্জন করেছি। এ স্বাধীনতার সম্মান রক্ষা করতে এগিয়ে আসতে হবে নতুন প্রজন্মকে। নতুন প্রজন্মের সুবিধাবঞ্চিত শিশুদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার মতো কঠিন অথচ আবশ্যিক একটি দায়িত্ব পালন করে চলেছে আলোর ঠিকানা। এ ধরনের উদ্যোগ যতো বেশি হবে, সমাজ ততোটাই আলোকিত হবে, সুবিধা বঞ্চিত বলে কেউ যখন আর থাকবে না। তখনই স্বাধীনতার মূল প্রাপ্তিটা অর্জিত হবে।
শ্রমিক নেতা এস এম জাহাঙ্গীরের সভাপতিত্বে এবং লাল সবুজের উৎসবের সমন্বয়ক ঋত্বিক নয়নের সঞ্চালনায় উৎসবে আরও বক্তব্য রাখেন প্রকৌশলী ইফতেখার হোসেন, র্যাংকস প্রপার্টিজের পরিচালক তানভির সোবহান জালাল, কেন্দ্রীয় রেল শ্রমিক লীগ নেতা সিরাজুল ইসলাম ও জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম শহীদুল ইসলাম।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন রেল শ্রমিক লীগ, চট্টগ্রাম স্টেশন শাখার সাধারণ সম্পাদক কামাল পারভেজ বাদল, শেখ রাসেল স্মৃতি সংসদের সহ সভাপতি মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক জুয়েল হোসেন।
অনুষ্ঠানে রমা চৌধুরীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন এম এ মালেক। এছাড়া মুক্তিযোদ্ধা প্রয়াত নূরুল ইসলামের স্বজনের হাতেও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন বাউল শিল্পী মানস পাল চৌধুরী ও তার দল। রিয়া দাশের পরিচালনায় নৃত্য নিকেতনের শিল্পীরা নাচ করেন।
ব্যান্ডদল অগ্নি, অধ্যায় এবং কন্ঠশিল্পী শাপলা, শেখ রাজিব, আরিফ, বর্ষা ও জুয়েল গান পরিবেশন করেন।
বাংলাদেশ সময়: ২০১৬ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬
আরডিজি/টিসি