চট্টগ্রাম: নগরীর বাকলিয়া থানার ১৮ নম্বর ওয়ার্ডের শাহজী পাড়ায় আগুনে পুড়ে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। রোববার ভোরে এ ঘটনা ঘটে।
নিহত মো. সৈয়দ আহমদ (৩৫) রীণা আক্তার (২৮)।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক মো.হামিদ বাংলানিউজকে বলেন, বাকলিয়া থানার শাহজী পাড়ায় আগুনে তিনটি বসতঘর পুড়ে যায়।
আশঙ্কাজনক অবস্থায় রোববার ভোরে হাসপাতালে আনা হলে দায়িত্বরত চিতিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
কালুরঘাট ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার অতিশ চাকমা বাংলানিউজকে বলেন, শাহজী পাড়ায় শনিবার দিনগত রাত পৌনে চারটায় রান্নার চুলা থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে তিনজন মালিকের তিনটি বসতঘর পুড়ে যায়।
খবর পেয়ে কালুরঘাট ও লামারবাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিটের চারটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
তিনি জানান, আগুনের ধোঁয়ার কারণে একটি ঘর থেকে বের হতে পারেননি মো. সৈয়দ আহমদ ও রীণা আক্তার দম্পতি। পরে আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বাংলাদেশ সময়: ১১১০ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৬
এমইউ/টিসি