চট্টগ্রাম: বোয়ালখালী উপজেলার পূর্ব গোমদণ্ডী দত্তপাড়া এলাকায় সড়কের পাশ থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকালে দত্তপাড়া কমিশনার সড়কের পাশ থেকে উদ্ধারের পর ওই নারীর মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ মো. সালাহ উদ্দিন চৌধুরী।
স্থানীয় পৌর কাউন্সিলর সুনীল চন্দ্র ঘোষ জানান, সড়কের পাশে এক আনুমানিক ৫০ বছরের এক নারীর মরদেহ পড়ে আছে বলে আমাকে জানানো হয়। বিষয়টি আমি থাকাকে অবহিত করি।
বাংলাদেশ সময়: ১৮১০ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৬
এমইউ/টিসি