চট্টগ্রাম: স্যার আশুতোষ সরকারি কলেজের ৭৫ বছর পূর্তি উপলক্ষে হীরক জয়ন্তী উৎসব অনুষ্ঠিত হবে আগামী ৭ জানুয়ারি। বোয়ালখালী উপজেলার কানুনগোপাড়ায় কলেজ ক্যাম্পাসে উৎসবের আয়োজন করেছে স্যার আশুতোষ সরকারি কলেজ প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতি।
এর আগে ৪ জানুয়ারী সকাল ১০ টায় নগরীর জামালখানে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বর থেকে শোভাযাত্রা বের হবে।
রোববার চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে সমিতির কার্যকরী সভাপতি এম এ মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সভায় বক্তব্য রাখেন প্রকৌশলী মাহাফুজুল মান্নান, আব্দুল মোমিন, প্রফেসর অজিত কুমার শীল, সিরাজুল হক বাদশা,দীপেন চৌধুরী ,মুস্তফা নঈম, রনজিত ঘোষ, আকতার হোসেন, অরূপ কুমার বড়ুয়া, এ কে এম সামসুদ্দিন আহমেদ, সাইফুল ইসলাম, এহছানুল হক খসরু, রনজিত চৌধুরী বাচ্চু, নুরুন্নবী চৌধুরী, আব্দুল কাদের সুজন, মোহাম্মদ আতাউল্লাহ, প্রফেসর মোহাম্মদ দিদারুল আলম, মোহাম্মদ আব্দুল ওয়াদুদ, গনপতি ভৌমিক, আলমগীর মোরশেদ বাবু, তাহমিনা চৌধুরী, মীর আমজাদ হোসেন, নুরুল আলম, মোহাম্মদ বোরহান উদ্দিন, উত্তম কুমার চৌধুরী, বোহান উদ্দিন চৌধুরী, তুষার কান্তি বড়ুয়া চৌধুরী, ফয়েজুল আবেদীন, সৈয়দ নুরুল আবসার, লিটন দাশ, ঝুলন চৌধুরী, চন্দন কান্তি দে, এস এম মোফাচ্ছেল, মোহাম্মদ মোরশেদ আলম, মোহাম্মদ আলমগীর, নয়ন দাশ, বাণীব্রত চৌধুরী, মোহাম্মদ মেজবাহ উদ্দিন, সৈয়দ ফরহাদ এবং সুনীল কান্তি দাশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইতোমধ্যে যারা সমিতির সদস্য হয়েছেন তারা বিস্তারিত তথ্য জানতে ২৬ ডিসেম্বরের মধ্যে নগরীর অসকারদিঘীর পাড়ে এস এস খালেদ রোডে কর্ণফুলী টাওয়ারের সপ্তম তলায় সমিতির অস্থায়ী কার্যালয়ে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।
এছাড়া মুস্তফা নঈম ( ০১৮১৯-১৭১১৮৬), মোহাম্মদ আব্দুল মোমিন (০১৮১৯-৩৩৪৮৮৮) এবং মোহাম্মদ কামাল উদ্দিন (০১৮১৯-৮৬৮৭০৪) এসব নম্বরেও যোগাযোগ করা যাবে।
বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৬
আরডিজি/টিসি