ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বিজয় দিবসে লামা ব্লাড ব্যাংকের ব্যতিক্রমী আয়োজন

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৬
বিজয় দিবসে লামা ব্লাড ব্যাংকের ব্যতিক্রমী আয়োজন

বিজয় দিবস উপলক্ষে পার্বত্য জনপদ লামায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণের ব্যতিক্রমী কর্মসূচির আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন লামা ব্লাড ব্যাংক।

চট্টগ্রাম: বিজয় দিবস উপলক্ষে পার্বত্য জনপদ লামায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণের ব্যতিক্রমী কর্মসূচির আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন লামা ব্লাড ব্যাংক।

বিজয় দিবসকে ঘিরে ১৬ ডিসেম্বর (শুক্রবার) বিকেলে উপজেলার রুপসী পাড়া উচ্চ বিদ্যালয় মাঠে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে তরুণদের সংগঠনটি।

চিটাগাং ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা ও এডমিন মো. ইমরান ইমুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, সাংবাদিক রতন বড়ুয়া, লামা ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা ও এডমিন আখতার হামিদ, স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মো. আবুল হোসেন।

লামা ব্লাড ব্যাংকের এডমিন আদনান ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আয়োজক সংগঠনের এডমিন রুবেল হাসান, সাইয়িদ মাহমুদ সাকিব, আমির আজিজ, রুখসানা আকতার আসমা, সাফায়েত হোসেন জিশান, সাব্বির ও সদস্যদের মাঝে আমির হোসেন, তৌহিদ, মনজুর আলম, জিশু দাশ, মামুনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এছাড়া অন্যান্যদের মাঝে চিটাগাং ব্লাড ব্যাংকের এডমিন খালেদ হাসান, রাজীব দাস, সদস্য এএসএম রাশেদ ও আবিদুল এহেসান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজাতিসহ স্থানীয় শতাধিক দরিদ্র পরিবারের সদস্যদের হাতে শীতবস্ত্র তুলে দেয়া হয়।

বক্তব্যে স্থানীয় তরুণদের এ মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বক্তারা বলেন, প্রত্যন্ত অঞ্চলে গরীব-অসহায় মানুষের সেবায় তরুণদের আরো বেশি এগিয়ে আসতে হবে। লামা ব্লাড ব্যাংকের মতো বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে যুক্ত এবং বিভিন্ন সেবামূলক কর্মকান্ডে জড়িত তরুণরা পার্বত্য জনপদের অহংকার। এ তরুণরাই পার্বত্য জনপদকে আলোকিত করবে। আয়োজক তরুণদের প্রতি এ ধরণের সেবামূলক উদ্যোগ অব্যাহত রাখার আহবানও জানান অতিথিরা। এর আগে সকাল নয়টায় উপজেলার লামা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির আয়োজন করে সংগঠনটি। এতে ছাত্র-ছাত্রীসহ প্রায় তিনশ মানুষ বিনামূল্যে নিজেদের রুক্তের গ্রুপ নির্ণয়ের সুযোগ পায়।

কর্মসূচি চলাকালে লামা পৌর মেয়র মো. জহিরুল ইসলাম কর্মসূচিস্থল পরিদর্শন করেন। আর স্থানীয় তরুণদের এ উদ্যোগে সর্বাত্মক সহযোগিতা করেন লামা পৌরসভার প্যানেল মেয়র মো. হোসেন বাদশা।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।