চট্টগ্রাম: বন্ড সুবিধার অপব্যাবহার করে চট্টগ্রাম বন্দরে আনা ১৩ কোটি টাকা মূল্যের আমদানি নিষিদ্ধ সিগারেট আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
কাদেনা স্পোর্টসওয়্যার লিমিটেড নামে কুমিল্লা ইপিজেড’র একটি প্রতিষ্ঠান চায়না থেকে বোতাম ও ট্যাগসহ বিভিন্ন পণ্য ঘোষণা দেয়।
গত সপ্তাহে গোপন সংবাদের ভিত্তিতে চালানটি খালাস পর্যায়ে স্থগিত করা হয়।
চট্টগ্রাম কাস্টমসের যুগ্ম কমিশনার মো.রইসউদ্দিন বাংলানিউজকে বলেন, বন্ড সুবিধার আওতায় এক্সেসরিজ ঘোষণা দিয়ে ১৩ কোটি টাকা মূল্যের বিভিন্ন ব্রান্ডের আমদানি নিষিদ্ধ সিগারেট নিয়ে আসে।
ডানহিল ও ব্যানসন অ্যান্ড হ্যাজেস ব্রান্ডের ৫৭৩ কার্টনে ১ কোটি ৭ লাখ পিস সিগারেট পাওয়া যায় জানিয়ে তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত সপ্তাহে চালানটির খালাস কার্যক্রম স্থগিত করা হয়। রোববার কায়িক পরীক্ষায় জালিয়াতির বিষয়টি ধরা পড়ে।
বাংলাদেশ সময়: ২০২৪ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৬
এমইউ/টিসি