ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

বন্দরে ১৩ কোটি টাকার সিগারেট আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৩, ডিসেম্বর ১৮, ২০১৬
বন্দরে ১৩ কোটি টাকার সিগারেট আটক

বন্ড সুবিধার অপব্যাবহার করে চট্টগ্রাম বন্দরে আনা ১৩ কোটি টাকা মূল্যের আমদানি নিষিদ্ধ সিগারেট আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

চট্টগ্রাম: বন্ড সুবিধার অপব্যাবহার করে চট্টগ্রাম বন্দরে আনা ১৩ কোটি টাকা মূল্যের আমদানি নিষিদ্ধ সিগারেট আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

কাদেনা স্পোর্টসওয়্যার লিমিটেড নামে কুমিল্লা ইপিজেড’র একটি প্রতিষ্ঠান চায়না থেকে বোতাম ও ট্যাগসহ বিভিন্ন পণ্য ঘোষণা দেয়।

গত ১৪ ডিসেম্বর বিল অব এন্ট্রি (সি-২৩৫০২৬) দাখিল করে পণ্য খালাসের দায়িত্বে নিয়োজিত সিএন্ডএফ এজেন্ট প্রতিষ্ঠান সারমিন কর্পোরেশন।

গত সপ্তাহে গোপন সংবাদের ভিত্তিতে চালানটি খালাস পর্যায়ে স্থগিত করা হয়।

রোববার চট্টগ্রাম বন্দরের এনসিটি ইয়ার্ডে চালানটির কায়িক পরীক্ষার পর এ বিষয়ে নিশ্চিত হয় কাস্টমস কর্তৃপক্ষ।

চট্টগ্রাম কাস্টমসের যুগ্ম কমিশনার মো.রইসউদ্দিন বাংলানিউজকে বলেন, বন্ড সুবিধার আওতায় এক্সেসরিজ ঘোষণা দিয়ে ১৩ কোটি টাকা মূল্যের বিভিন্ন ব্রান্ডের আমদানি নিষিদ্ধ সিগারেট নিয়ে আসে।

ডানহিল ও ব্যানসন অ্যান্ড হ্যাজেস ব্রান্ডের ৫৭৩ কার্টনে ১ কোটি ৭ লাখ পিস সিগারেট পাওয়া যায় জানিয়ে তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত সপ্তাহে চালানটির খালাস কার্যক্রম স্থগিত করা হয়। রোববার কায়িক পরীক্ষায় জালিয়াতির বিষয়টি ধরা পড়ে।

বাংলাদেশ সময়: ২০২৪ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৬

এমইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।