ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

প্রধানমন্ত্রীর স্বাক্ষর জালকারী প্রতারক আটক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৬
প্রধানমন্ত্রীর স্বাক্ষর জালকারী প্রতারক আটক সাইফুল আলম চৌধুরী টিটো

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষর জাল করে প্রতারণার অভিযোগে সাইফুল আলম চৌধুরী টিটো নামে একজনকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

চট্টগ্রাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষর জাল করে প্রতারণার অভিযোগে সাইফুল আলম চৌধুরী টিটো নামে একজনকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (১৮ ডিসেম্বর) দুপুরে নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ এলাকার বাসা থেকে তাকে আটক করা হয়েছে বলে বাংলানিউজকে জানিয়েছেন নগর গোয়েন্দা পুলিশের উপ কমিশনার (বন্দর) মো.মারুফ হোসেন।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম

‘সাইফুল আলমের কাছে প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপের স্বাক্ষর করা একটি পরিচয়পত্র পেয়েছি।  পরিচয়পত্রে সে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক উল্লেখ আছে।

  আমরা তদন্তে জেনেছি, এই ধরনের পরিচয়পত্র কাউকে ইস্যু করা হয়নি।   সেখানে প্রধানমন্ত্রীসহ দুজনের স্বাক্ষরই জাল। ’ বলেন মারুফ হোসেন।

সূত্রমতে, সাইফুল আলম চৌধুরীর ফেসবুক অ্যাকাউন্ট থেকেও বিভিন্ন তথ্য সংগ্রহ করেছে নগর গোয়েন্দা পুলিশ।   সেখানেও তার পরিচিতি হিসেবে বিভিন্ন পদবির কথা লেখা আছে।   এর মধ্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, প্রাণ-আরএফএল গ্রুপের অ্যাম্বেসেডর, লায়নস ক্লাব ইন্টারন্যাশনালের লাইফ মেম্বারসহ বিভিন্ন পদবি উল্লেখ আছে। বাংলানিউজটোয়েন্টিফোর.কম

প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল করার বিষয়টি গোয়েন্দা সংস্থার নজরে আসার পর সাইফুলকে গ্রেফতারের উদ্যোগ নেয়া হয়।   তার বিরুদ্ধে নগরীর ডবলমুরিং থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন নগর গোয়েন্দা পুলিশের উপ কমিশনার (বন্দর) মো.মারুফ হোসেন।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৬

আরডিজি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।