চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সুকান্ত ভট্টাচার্য বলেছেন, দেশে স্বাধীনতাবিরোধী অপশক্তির ষড়যন্ত্র এখনও চলছে। পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে তারা যে ষড়যন্ত্রের সফল বাস্তবায়ন করেছিল।
বিজয় দিবস উপলক্ষে রোববার বিকেলে নগরীর ছোটপুলে শান্তিবাগ জেনারেল হাসপাতালের সামনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
উত্তর আগ্রাবাদ ও দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড বিজয় দিবস উদযাপন পরিষদ এই আলোচনা সভার আয়োজন করে।
পরিষদের চেয়ারম্যান ও চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের উপ- ক্রীড়া সম্পাদক কাজী মাহমুদুল হাসান রনির সভাপতিত্বে এবং ওমরগনি এমইএস কলেজ ছাত্রলীগ নেতা রাকিব হায়দারের পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়।
সভায় নগর ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক আরশেদুল আলম বাচ্চু বলেন, মুক্তিযুদ্ধ আমরা দেখিনি, একাত্তরে বিজয়ও আমরা দেখিনি। জাতির জনক বঙ্গবন্ধুকে আমরা দেখিনি। কিন্তু শেখ হাসিনাকে দেখেছি। শেখ হাসিনার নেতৃত্বে যে কোন ষড়যন্ত্র আমরা মোকাবেলায় প্রস্তুত আছি।
সভায় কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক হাবিবুর রহমান তারেক বলেন, একাত্তরের স্বাধীনতা বিরোধী শক্তি বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে জাতিকে কলঙ্কিত করেছে। সেই কলঙ্ক মোচনে আমরা শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাব।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপ-শিক্ষা ও পাঠচক্র সম্পাদক মো.ইলিয়াছ, নগর ছাত্রলীগের যুগ্ম সম্পাদক গোলাম ছামদানী জনি ও জাকারিয়া দস্তগীর।
বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৬
আরডিজি/টিসি