ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

‘বঙ্গবন্ধু স্বাধীনতা এনেছেন, হাসিনা দিচ্ছেন অর্থনৈতিক সক্ষমতা’

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৬
‘বঙ্গবন্ধু  স্বাধীনতা এনেছেন, হাসিনা দিচ্ছেন অর্থনৈতিক সক্ষমতা’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের স্বাধীনতা এনে দিয়েছেন, শেখ হাসিনা জাতিকে অর্থনৈতিক সক্ষমতা এনে দিচ্ছেন বলে মন্তব্য করেছেন মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ।

চট্টগ্রাম: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের স্বাধীনতা এনে দিয়েছেন, শেখ হাসিনা জাতিকে অর্থনৈতিক সক্ষমতা এনে দিচ্ছেন বলে মন্তব্য করেছেন মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ।

পাহাড়তলী-হালিশহর থানার ৫ দিনব্যাপী আয়োজিত বিজয় মেলায় শনিবার (১৭ ডিসেম্বর) প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজয় মেলা পরিষদের কো-চেয়ারম্যান সাবেক কাউন্সিলর মো. ফয়েজ আহম্মেদের সভাপতিত্বে সভায় ফরিদ মাহমুদ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দীর্ঘ ২৩ বছর পশ্চিম পাকিস্তানি শোষকচক্রের অন্যায়-অত্যাচার-জুলুম-নির্যাতন এবং বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। স্বাধীনতার পর ১৯৭৫ সালে নিষ্ঠুর হত্যাকাণ্ডের পর ৯০ সাল পর্যন্ত চক্রান্ত অব্যাহত ছিল।

যারা সামরিক শাসনকে এদেশে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন তাদের মুখে সে সময় গণতন্ত্রের জন্য অনেক মায়াকান্না করতে দেখেছি।

৮১ সালে জাতির এক ক্রান্তিলগ্নে বঙ্গবন্ধু কন্যা দেশে ফিরে এসে গণতন্ত্রের জন্য, ভোট ও ভাতের অধিকার আদায়ে সংগ্রাম শুরু করেন। শেখ হাসিনার বিরুদ্ধেও সেই থেকে ষড়যন্ত্র চলছে। যারা জনগণের শাসন ব্যবস্থা ধ্বংস করে সামরিক সরকার প্রতিষ্ঠা করেছিল। তারাই দেশের মানুষের ভোটাধিকার হরণ করে নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করতে চেয়েছিল।

সম্মানিত অতিথির বক্তব্য রাখেন রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় কার্যকরী সংসদের যুগ্ম সম্পাদক লোকমান হাকিম। থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোজাফফর আহমেদ মাসুমের সঞ্চালনে সভায় বক্তব্য রাখেন রামপুর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক দিলদার খান দিলু, মুক্তিযোদ্ধা হরেন্দ্র কুমার নাথ।

এসময় উপস্থিত ছিলেন থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক আসলাম হোসেন, থানা আওয়ামী লীগের এস এম আলমগীর, রামপুরা ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক আবুল কাশেম, সরাইপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন শওকত আলী, নগর যুবলীগের সদস্য শেখ নাছির আহাম্মদ, দেলোয়ার হোসেন দেলু, আওয়ামী লীগের আনোয়ার হোসেন, কামাল উদ্দিন মাস্টার, জহির উদ্দিন বাবু, সেলিম সেকান্দর, এম এ আউয়াল বিপ্লব, আনোয়ার জাহিদ তানভীর প্রমুখ।

সভা শেষে টেলিভিশন, বেতারের শিল্পীদের পরিবেশনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

 

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৬

এসবি/টিসি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।