ঢাকা, সোমবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

কোতোয়ালীতে ব্র্যাক ব্যাংকে আগুন, ক্ষতি ৫ লাখ

নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:৩৯, ডিসেম্বর ১৯, ২০১৬
কোতোয়ালীতে ব্র্যাক ব্যাংকে আগুন, ক্ষতি ৫ লাখ

নগরীর কোতোয়ালী থানার আসাদগঞ্জে ব্র্যাক ব্যাংকের একটি শাখায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।  রোববার রাত সোয়া ১২টার দিকে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়।

চট্টগ্রাম: নগরীর কোতোয়ালী থানার আসাদগঞ্জে ব্র্যাক ব্যাংকের একটি শাখায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।  রোববার রাত সোয়া ১২টার দিকে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়।

আগুনে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের আগ্রাবাদ স্টেশন অপারেটর সত্যপ্রিয় বাংলানিউজকে জানান, বৈদ্যুতিক গোলযোগ থেকে ব্যাংকের একটি রুমে আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের নন্দনকানন ও লামারবাজার স্টেশনের চারটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় পৌনে দুইঘণ্টা চেষ্টা চালিয়ে রাত দুইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।  

বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৬

আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।