ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

বাচ্চা নিয়ে রেললাইন পার, ট্রেনে কাটা পড়ে নারী নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:১৩, ডিসেম্বর ১৯, ২০১৬
বাচ্চা নিয়ে রেললাইন পার, ট্রেনে কাটা পড়ে নারী নিহত

নগরীর কদমতলী এলাকায় বাচ্চাকে নিয়ে রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে শামসুন্নাহার (৫০) নামের এক নারী নিহত হয়েছেন।

চট্টগ্রাম: নগরীর কদমতলী এলাকায় বাচ্চাকে নিয়ে রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে শামসুন্নাহার (৫০) নামের এক নারী নিহত হয়েছেন।

সোমবার (১৯ ডিসেম্বর) বেলা ১১টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

বাংলাদেশ রেলওয়ে পুলিশের (জিআরপি) ওসি এসএম শহীদুল ইসলাম বাংলানিউজকে জানান, ঢাকামুখী কর্ণফুলী এক্সপ্রেসের নিচে কাটা পড়ে শামসুন্নাহার নামের এক নারী নিহত হয়েছেন। তিনি কুমিল্লার লাঙ্গলকোট এলাকার বাচ্চু মিয়ার স্ত্রী।

সন্তানকে নিয়ে রেললাইন পার হচ্ছিলেন তিনি।

তিনি জানান, বাচ্চু মিয়া মানসিক ভারসাম্যহীন। শামসুন্নাহার সুপারিওয়ালা পাড়া এলাকায় ঘর ভাড়া নিয়ে গৃহপরিচারিকার কাজ করে সংসার চালাতেন।

নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান ওসি শহীদুল।  

বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৬

এআর/আইএসএ/টিসি     

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।