চট্টগ্রাম: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সংখ্যালঘু ওপর হামলার ঘটনাকে ‘অদক্ষতার ফল’ হিসেবে মন্তব্য করেছেন ডিআইজি চট্টগ্রাম রেঞ্জ মোহা. শফিকুল ইসলাম।
সোমবার (১৯ ডিসেম্বর) সকালে সার্কিট হাউজে অনুষ্ঠিত বিভাগীয় আইন-শৃঙ্খলা কমিটির সভায় এই মন্তব্য করেন তিনি।
মোহা. শফিকুল ইসলাম বলেন, ‘একটা ঘটনার ঘটে যাওয়ার পরও নাসিরনগরে দুটি পরস্পরবিরোধী ইসলামী দলকে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছিল। অথচ সেই বিষয়ে জেলা প্রশাসক জানতেনও না।
চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ওয়াজ মাহফিলে বক্তব্যে দেওয়ার সময় মিয়ানমারের রোহিঙ্গা ইস্যু নিয়ে উস্কানি ছড়ানো হচ্ছে জানিয়ে পুলিশের এই উর্ধ্বতন কর্মকর্তা আরও বলেন, ‘সম্প্রতি এরকম একটি ঘটনার প্রমাণ আমরা পেয়েছি। ওয়াজ মাহফিলে এক বক্তা রোহিঙ্গা ইস্যু টেনে এদেশের সম্প্রীতি নষ্ট করার মতো উস্কানি দিচ্ছিলেন। ওই সময় ঘটনাস্থল দিয়ে আসছিলেন একজন পুলিশ কর্মকর্তা। তিনি এই বক্তব্য শোনার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে গিয়ে ওই বক্তাকে সরিয়ে দিলেন এবং সবাইকে এ বিষয়ে বুঝিয়ে বললেন। ’
বিভাগীয় কমিশনার মো. রুহুল আমিনের সভাপতিত্বে সভায় ডিআইজি চট্টগ্রাম রেঞ্জ, মোহা. শফিকুল ইসলাম, কোস্টগার্ডের পূর্ব জোনের কমান্ডার শহিদুল ইসলাম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) শংকর রঞ্চন সাহা সহ ১১টি জেলার জেলা প্রশাসকরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৬
টিএইচ/আইএসএ/টিসি