ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সাজা শেষে ‘উধাও’ জঙ্গিদের নিয়ে বেশি ভয় পুলিশের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০২ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৬
সাজা শেষে ‘উধাও’ জঙ্গিদের নিয়ে বেশি ভয় পুলিশের

সাজা শেষে কারাগার থেকে বের হওয়ার পর হদিস না থাকা জঙ্গিদের নিয়েই বেশি ভয় বলে মন্তব্য করেছেন ডিআইজি চট্টগ্রাম রেঞ্জ মোহা. শফিকুল ইসলাম।

চট্টগ্রাম: সাজা শেষে কারাগার থেকে বের হওয়ার পর হদিস না থাকা জঙ্গিদের নিয়েই বেশি ভয় বলে মন্তব্য করেছেন ডিআইজি চট্টগ্রাম রেঞ্জ মোহা. শফিকুল ইসলাম।

তিনি বলেন, ‘দেশে বেশ কিছুদিন ধরে জেএমবি’র একটি তৎপরতা চলছিল।

আমরা তাদের নাম দিয়েছিলাম নিউ জেএমবি। কিন্তু হলি আর্টিজেনের ঘটনার প্রায় ১৫ দিন পর থেকে পুরোনো জেএমবি যারা বাংলা ভাইয়ের সময় ছিল তারা আবারও সক্রিয় হয়ে উঠে।
তাদের তৎপরতা সম্পর্কে আমরা সতর্ক আছি। ’

সোমবার (১৯ ডিসেম্বর) সকালে সার্কিট হাউজে অনুষ্ঠিত বিভাগীয় আইন-শৃঙ্খলা কমিটির সভায় এসব কথা বলেন তিনি।

‘পুরাতন জেএমবির তৎপরতা জোরেসোরে শুরু হয়েছে। বিশেষ করে তাদের অনেকেই জেল জরিমানা শেষে কারাগার থেকে মুক্তি পেয়েছে। কিন্তু এদের অনেকেই মুক্তি পেলেও হদিস নেই। ’-বলেন এই পুলিশ কর্মকর্তা।

তিনি উদারহরণ দিয়ে বলেন, ‘মনে করুন কোনো জঙ্গির বাড়ি চট্টগ্রামে। কিন্তু সে অপরাধ সংঘটিত করেছে ঝিনাইদহে। তাই তার জেল হয়েছে ঝিনাইদহে। কিন্তু সাজা শেষে সে বেরিয়ে আর চট্টগ্রামে আসেনি। ’

মোহা. শফিকুল ইসলাম বলেন, ‘এরকম হদিস না থাকা জঙ্গিদের বিষয়েই আমাদের বেশি ভয়। কারণ তারা আবারও জঙ্গি তৎপরতার সঙ্গে যুক্ত হচ্ছে।   আমরা তাদের বিষয়ে সবসময় নজরদারি রাখছি। ’

শুধুমাত্র পুলিশ দিয়ে জঙ্গি মোকাবেলা সম্ভব নয় মন্তব্য করে ডিআইজি চট্টগ্রাম রেঞ্জ বলেন, ‘শুধুমাত্র পুলিশ দিয়ে জঙ্গি সমস্যা সমাধান করা দূরহ। তাই সবাইকে এগিয়ে আসতে হবে। ’

বিভাগীয় কমিশনার মো. রুহুল আমিনের সভাপতিত্বে সভায় ডিআইজি চট্টগ্রাম রেঞ্জ, মোহা. শফিকুল ইসলাম, কোস্টগার্ড পূর্ব জোনের কমান্ডার শহিদুল ইসলাম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) শংকর রঞ্জন সাহা সহ ১১টি জেলার জেলা প্রশাসকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৬

টিএইচ/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।