ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চবি উপাচার্যের বিরুদ্ধে করা মানহানি মামলা প্রত্যাহারের দাবি

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৪ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৬
চবি উপাচার্যের বিরুদ্ধে করা মানহানি মামলা প্রত্যাহারের দাবি   ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে মানহানি মামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও ফিজিক্যাল অ্যাডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের কর্মকর্তা ও শিক্ষার্থীরা। তারা এই মামলাকে ষড়যন্ত্রমূলক হয়রানি মামলা বলে অবিহিত করেন।

চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে মানহানি মামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও ফিজিক্যাল অ্যাডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের কর্মকর্তা ও শিক্ষার্থীরা। তারা এই মামলাকে ষড়যন্ত্রমূলক হয়রানি মামলা বলে অবিহিত করেন।

সোমবার বিশ্ববিদ্যালয়ের টেনিস কমপ্লেক্স চত্ত্বরে এই বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক মো. মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, বাংলাদেশ জেলা ও বিভাগীয় সংগঠক পরিষদের সিনিয়র সহ-সভাপতি এবং শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক সিরাজউদ্দিন মো. আলমগীর।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক মো. হাবিবুর রহমান জালাল, মোহাম্মদ শোয়াইব, ক্রীড়া সংগঠক নাজিম উদ্দিন, বিশ্ববিদ্যালয় ছাত্র ও জাতীয় ভলিবল খেলোয়াড় গোলাম ছামদানী, জাতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় হাফিজা খাতুন প্রমুখ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সিরাজউদ্দিন মো. আলমগীর বলেন, বিশিষ্ট ক্রীড়ানুরাগী, ফিজিক্যাল অ্যাডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের প্রতিষ্ঠাতা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে আনা হয়রানিমূলক ও মিথ্যা মানহানি মামলা অবিলম্বে প্রত্যাহার করা না হলে সারা দেশের ক্রীড়াবিদ, ক্রীড়াসংগঠক ও ক্রীড়ানুরাগীদের সম্পৃক্ত করে অচিরেই বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

তিনি বলেন, ‘প্রয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে স্বারকলিপি প্রদান করা হবে। কারণ বিশ্ববিদ্যালয় উপাচার্যকে বির্তকিত করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নষ্টের অপতৎপরতা রোধ করা না গেলে ভবিষ্যতে সৎ, যোগ্য ও প্রথিতযশা ব্যক্তিগণ প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্বগ্রহণে অনুৎসাহিত হবেন। ’

সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক মো হাবিবুর রহমান জালালসহ উপস্থিত সব বক্তারা উক্ত ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মানহানি মামলার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রুত এর প্রত্যাহার দাবি করেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের কার্যনিবাহী সদস্য ও শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ শোয়াইব।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে মানহানি মামলা করেন একই বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. গাজী সালেহ উদ্দিন।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৬

টিএইচ/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।