ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সিআরবিতে রেলওয়ে শ্রমিক লীগের বিজয় দিবসের আলোচনা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৬
সিআরবিতে রেলওয়ে শ্রমিক লীগের বিজয় দিবসের আলোচনা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রেলওয়ে পূর্বাঞ্চলের সদরদফতর সিআরবিতে আলোচনা সভা ও বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বাংলাদেশ রেলওয়ে কেন্দ্রিয় শ্রমিক লীগের চট্টগ্রাম শাখা এ কর্মসূচির আয়োজন করে।

চট্টগ্রাম: রেলওয়ে পূর্বাঞ্চলের সদরদফতর সিআরবিতে আলোচনা সভা ও বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বাংলাদেশ রেলওয়ে কেন্দ্রিয় শ্রমিক লীগের চট্টগ্রাম শাখা এ কর্মসূচির আয়োজন করে।

রেলওয়ে শ্রমিক লীগের কেন্দ্রিয় কমিটির প্রধান উপদেষ্টা সিরাজ উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ত্রিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে।

বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা ডিজিটাল বাংলাদেশ গড়ার রূপকার শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উচুঁ করে দাঁড়াতে সক্ষম হয়েছে।  

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেলওয়েকে আলাদা রেলপথ মন্ত্রণালয় গঠন কওে রেলওয়ের আধুনিক উন্নয়নসহ মেট্রো রেল চালুর প্রকল্প বাস্তবায়নের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

তিনি বলেন, বাংলাদেশ রেলওয়ে একটি সেবামুলক, অলাভজনক ও নিরাপদ যোগাযোগ মাধ্যম। রেলওয়েকে আরও গতিশীল করতে রেলওয়ের সকল কর্মকর্তা-কর্মচারীকে ন্যায় নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করতে হবে।

সভায় প্রধান বক্তা মো. সিরাজুল ইসলাম দীর্ঘদিন পর বাংলাদেশ রেলওয়ের নিয়োগ সংক্রান্ত জটিলতা দুর করে লোকবল নিয়োগ করায় রেল প্রশাসনকে ধন্যবাদ জানান। অবশিষ্ট চলমান সকল শুন্য পদে রেলকর্মচারীদের ৪০ শতাংশ কোটা পূরণ করে  সকল পদে দ্রুত লোকবল নিয়োগ দিয়ে রেলওয়েকে আরও সচল করতে সংশ্লিষ্ট রেল কর্মকর্তাদের প্রতি  অনুরোধ জানান।

সভায় অন্যান্যের মধ্যে জাতীয় শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সফর আলী, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলর গিয়াস উদ্দিন, এ এফ কবির আহমেদ মানিক, মো. জহুরুল আলম জসীম, মো. সলিমউল্লাহ বাচ্চু, মহিলা কাউন্সিলর আবিদা আজাদ, হায়দার আলী, লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুম, যুবলীগ নেতা হাবীব উল্লাহ ভাস্কর, রেল শ্রমিক লীগ নেতা সি আর বি শাখার সম্পাদক গাজী মো.জাকারিয়া, মনোহর আলী, মো. রফিক, আব্দুল করিম, শহিদুল ইসলাম, ফজলুল করিম, গাজী তাহের উদ্দিন নকি, মিজানুর রহমান, মাইনুল হোসেন, কামাল পারভেজ বাদল, সালেহ আহাম্মদ, সাজ্জাদ হোসেন সুজন, মো. মহসিন তালুকদার, জামাল হক প্রমুখ বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৭৫৬ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৬

এমইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।