ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

কক্সবাজারে মুক্তিযুদ্ধের বিজয় মেলা শুরু মঙ্গলবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৬
কক্সবাজারে মুক্তিযুদ্ধের বিজয় মেলা শুরু মঙ্গলবার

শহীদ দৌলত ময়দানে মঙ্গলবার (২০ ডিসেম্বর) শুরু হচ্ছে তিন দিনের বিজয় মেলা। বিকেল তিনটায় মেলার উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান। এর আগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে। সোমবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কক্সবাজার মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদযাপন পরিষদ।

কক্সবাজার: শহীদ দৌলত ময়দানে মঙ্গলবার (২০ ডিসেম্বর) শুরু হচ্ছে তিন দিনের বিজয় মেলা। বিকেল তিনটায় মেলার উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান।

এর আগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে। সোমবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কক্সবাজার মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদযাপন পরিষদ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী রাজনৈতিক দল ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে আয়োজিত বিজয় মেলা বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) পর্যন্ত চলবে। মেলায় মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করবেন একাত্তরের রণাঙ্গনের যোদ্ধা জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধারা। এছাড়াও বরেণ্য শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিরা স্মৃতিচারণ করবেন।

মেলায় প্রতিদিন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের আবৃত্তি, গণসংগীত, দেশাত্মবোধক গান ও নাটক মঞ্চায়ন হবে। বিজয় মেলার স্মৃতিচারণ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফও উপস্থিত থাকার কথা রয়েছে।

মেলা উদযাপন পরিষদের সদস্যসচিব সত্যপ্রিয় চৌধুরী বলেন, সরকার জাতির জনক হত্যাকারীর বিচার সম্পন্ন করে রায় কার্যকর করেছে। মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের বিচার অব্যাহত রেখেছে। মানবতাবিরোধী ও যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করতে জঙ্গিবাদের নামে স্বাধীনতা বিরোধী উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী দেশি-বিদেশি নাগরিক ও মুক্তবুদ্ধি-চর্চাকারীদের বেছে বেছে হত্যা করছে।

বিজয় মেলা উদযাপন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, মুক্তিযুদ্ধের বিজয় মেলা শুধু শহর কেন্দ্রিক উদযাপন করা হচ্ছে। কিন্তু গ্রাম পর্যায়ে উগ্র মৌলবাদীরা সক্রিয়। তারা এখনো গ্রামের মানুষকে বাংলাদেশের স্বাধীনতা সম্পর্কে বিভ্রান্ত করছে। এ কারণে গ্রামের মানুষ মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সম্পর্কে জানতে পারছে না।
তিনি বলেন, উগ্র মৌলবাদীদের উৎখাত করতে ও প্রত্যন্ত গ্রামের মানুষকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে আগামী বছর থেকে উপজেলা ও ইউনিয়ন পর্যায়েও মুক্তিযুদ্ধের মেলা আয়োজন করা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, সাংসদ আশেক উল্লাহ রফিক, জেলা জাসদের সভাপতি নঈমুল হক চৌধুরী টুটুল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম, অ্যাডভোকেট রণজিত দাশ, জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা এসএম কামাল উদ্দিন, প্রবীণ সাংবাদিক প্রিয়তোষ পাল পিন্টু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৬

টিটি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।