ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

শুভ্রা পেলেন জিয়া হায়দার নাট্যপদক

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৬
শুভ্রা পেলেন জিয়া হায়দার নাট্যপদক  নবম জিয়া হায়দার নাট্যপদক গ্রহণ করেন শুভ্রা বিশ্বাস

নাট্যচর্চায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি পেলেন অভিনয় শিল্পী শুভ্রা বিশ্বাস। গ্রুপ থিয়েটার নাট্যাধার কর্তৃক প্রবর্তিত নবম জিয়া হায়দার নাট্যপদক পেয়েছেন এই গুণী শিল্পী। শুভ্রা বিশ্বাসের মঞ্চাভিনয়ে হাতেখড়ি হয়েছিল নবম শ্রেণিতে পড়ার সময়। এরপর কাজ করেছেন বিভিন্ন নাট্যদলে। নিপুণ অভিনয় শৈলীর দক্ষতার পাশাপাশি নাচ, গান, আবৃত্তি শিল্পে সুদক্ষ কর্মী হিসেবে দেশের সাংস্কৃতিক অঙ্গনে সুনাম কুড়িয়েছেন।

চট্টগ্রাম: নাট্যচর্চায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি পেলেন অভিনয় শিল্পী শুভ্রা বিশ্বাস। গ্রুপ থিয়েটার নাট্যাধার কর্তৃক প্রবর্তিত নবম জিয়া হায়দার নাট্যপদক পেয়েছেন এই গুণী শিল্পী।

শুভ্রা বিশ্বাসের মঞ্চাভিনয়ে হাতেখড়ি হয়েছিল নবম শ্রেণিতে পড়ার সময়। এরপর কাজ করেছেন বিভিন্ন নাট্যদলে।
নিপুণ অভিনয় শৈলীর দক্ষতার পাশাপাশি নাচ, গান, আবৃত্তি শিল্পে সুদক্ষ কর্মী হিসেবে দেশের সাংস্কৃতিক অঙ্গনে সুনাম কুড়িয়েছেন।

নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে রোববার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় জিয়া হায়দার পদক দেওয়া হয় তাকে। এ উপলক্ষে কথামালা ও নাটক মঞ্চায়নের মাধ্যমে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে নাট্যদল ‘নাট্যাধার’। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের অধ্যাপক ইসরাফিল শাহীন। উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষক কুন্তল বড়ুয়া, বিস্তার আর্ট কমপ্লেক্সের পরিচালক আলম খোরশেদ, নাট্যাধারের দল-সমন্বয়ক মাশরুজ জামান মুকুট।

অধ্যাপক ইসরাফিল শাহীন বলেন, ‘সংস্কৃতিতে একটি শব্দ আছে ‘নূ-হণ্যে’। অর্থাৎ শরীর। শরীরের মরণ হয় কিন্তু ব্যক্তির চিন্তা, সৃষ্টিশীলতা, ভাবনার কোনো মরণ নেই। ঠিক তেমনি জিয়া হায়দার তার সৃষ্টিশীলতার মাধ্যমে যুগে যুগে বেঁচে থাকবেন। ’

তিনি বলেন, ‘মানুষ শিল্পী হয়ে ওঠেন সাধনার মাধ্যমে। সেভাবে শুভ্রা বিশ্বাসও শিল্পী হয়ে উঠেছেন। একটি স্বীকৃতি শুধু ব্যক্তির কাজের নয়, অন্যদের অনুপ্রাণিত করে। এগুলো আমাদের আচার। এগুলো হারিয়ে গেলে আমাদের মূল্যবোধেরও অবক্ষয় হবে। ’

অনুষ্ঠানের শুরুতে শুভ্রা বিশ্বাসকে উত্তরীয় ও সম্মাননা পদক তুলে দেন অধ্যাপক ইসরাফিল শাহীন। অনুষ্ঠানে জিয়া হায়দার ও নাট্যজন শুভ্রা বিশ্বাসের কর্মজীবন পাঠ করেন সুপ্রিয়া চৌধুরী ও দেবাশীষ রুদ্র।

অনুষ্ঠানে জানানো হয়, জিয়া হায়দার ছিলেন একাধারে কবি, গীতিকার, নাট্যকার, নাট্যনির্দেশক, নাট্যবিষয়ক প্রাবন্ধিক ও অনুবাদক। স্বাধীনতা পূর্বকালে বিদেশ থেকে প্রথম নাট্যকলায় প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষে দেশে ফিরে বিশ্ববিদ্যালয় পর্যায়ে নাট্যকলা বিষয়ে পাঠদানের সূচনা করেন। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় পর্যায়ের নাট্যকলা স্বতন্ত্র পাঠ্যসূচি হিসেবে চালু করেন তিনি।

কথামালার আয়োজন শেষে মুহম্মদ বশীরের গল্প অবলম্বনে নাটক ‘প্রেমপত্র’ মঞ্চায়ন করে ঢাকা থেকে আগত নাট্যদল ‘প্রাকৃতজন’।

বাংলাদেশ সময়: ২১৪২ ঘন্টা, ডিসেম্বর ১৯, ২০১৬

এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।