ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

গ্যাসলাইন লিক হয়ে অগ্নিকাণ্ড, ১০ লাখ টাকার ক্ষতি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৬
গ্যাসলাইন লিক হয়ে অগ্নিকাণ্ড, ১০ লাখ টাকার ক্ষতি

নগরীর হালিশহর থানার গোডাউন এলাকায় ১০টি কাঁচা বসতঘর পুড়ে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার (১৯ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

চট্টগ্রাম: নগরীর হালিশহর থানার গোডাউন এলাকায় ১০টি কাঁচা বসতঘর পুড়ে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার (১৯ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন অপারেটর নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, আগুন লাগার  খবর পেয়ে আগ্রাবাদ ও বন্দর স্টেশনের দুইটি ইউনিটের চারটি গাড়ি বিকেল পৌনে পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে ১০ জন মালিকের কাঁচা বসতঘরগুলোতে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

নজরুল ইসলাম জানান বাসায় গ্যাস সংযোগ করার সময় লিক হলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, ১৯ ডিসেম্বর ২০১৬

জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।