ঢাকা, বুধবার, ১৫ শ্রাবণ ১৪৩২, ৩০ জুলাই ২০২৫, ০৪ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

সত্যকে যারা অস্বীকার করে তারা গণশত্রু

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৮, ডিসেম্বর ১৯, ২০১৬
সত্যকে যারা অস্বীকার করে তারা গণশত্রু প্রধান আলোচকের বক্তব্য দেন নাট্যজন রামেন্দু মজুমদার

বাঙালি জাতি বিজয়ী শক্তি হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে উল্লেখ করে নাট্যজন রামেন্দু মজুমদার বলেছেন, এটা প্রতিষ্ঠিত সত্য। এ সত্যকে যারা অস্বীকার করে তারা গণশত্রু।

চট্টগ্রাম: বাঙালি জাতি বিজয়ী শক্তি হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে উল্লেখ করে নাট্যজন রামেন্দু মজুমদার বলেছেন, এটা প্রতিষ্ঠিত সত্য। এ সত্যকে যারা অস্বীকার করে তারা গণশত্রু।

সোমবার (১৯ ডিসেম্বর) নগরীর ডিসি হিলে বঙ্গবন্ধু বইমেলার ষষ্ঠ দিনে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মানুষ মানুষের জন্য-এ মমত্ববোধ সভ্যতাকে সমৃদ্ধ করবে।

আজ বিশ্বব্যাপী ধর্মের নামে মানুষ হত্যার মিছিল চলছে। এতে মনুষ্যত্ব বিপন্ন হচ্ছে।

রামেন্দু মজুমদার বলেন, শিল্প-সাহিত্য-কাব্য-চিত্রকলা-নাটকে বাংলাদেশ বিশ্বজনীন অলঙ্কারে অলঙ্কিত। এটি আমাদের গৌরব।

বঙ্গবন্ধু বইমেলা ও মুক্তিযুদ্ধের বিজয় উৎসব উদযাপন পরিষদের কো চেয়ারম্যান ও নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরী।

মেলা পরিষদের প্রধান সমন্বয়কারী সংস্কৃতিকর্মী খোরশেদ আলমের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন জাতীয় শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শফর আলী, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য আবদুল মান্নান ফেরদৌস, জামালখান ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোরশেদুল আলম, বক্সিরহাট ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফয়েজ উল্লাহ বাহাদুর, মেলা পরিষদের কার্যকরী মহাসচিব সুমন দেবনাথ প্রমুখ।

আলোচনা শেষে দলীয় নৃত্য পরিবেশন করেন সঞ্চারী নৃত্যকলা একাডেমি, বৃন্দ আবৃত্তি পরিবেশন করেন তারুণ্যের উচ্ছ্বাস, একক সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশ টেলিভিশন বেতার ও নব প্রজন্মের শিল্পীরা।

বাংলাদেশ সময়: ২২৪২ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৬

এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।