ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

ফিনলে স্কয়ারে ক্লাউড-৯ রেস্টুরেন্টের উদ্বোধন

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৮, ডিসেম্বর ১৯, ২০১৬
ফিনলে স্কয়ারে ক্লাউড-৯ রেস্টুরেন্টের উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নগরীর ষোলশহর দুই নম্বর গেইট এলাকায় অবস্থিত ফিনলে স্কয়ারের পঞ্চম তলায় যাত্রা শুরু করেছে ক্লাউড-৯ নামে রেস্টুরেন্ট। সোমবার সন্ধ্যায় এ রেস্টুরেন্টের উদ্বোধন করেন অ্যালবিয়ন গ্রুপের চেয়ারম্যান রাইসুল উদ্দিন সৈকত।  

চট্টগ্রাম: নগরীর ষোলশহর দুই নম্বর গেইট এলাকায় অবস্থিত ফিনলে স্কয়ারের পঞ্চম তলায় যাত্রা শুরু করেছে ক্লাউড-৯ নামে একটি রেস্টুরেন্ট। সোমবার সন্ধ্যায় এ রেস্টুরেন্টের উদ্বোধন করেন অ্যালবিয়ন গ্রুপের চেয়ারম্যান রাইসুল উদ্দিন সৈকত।

এসময় ফিনলে স্কয়ার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি ইফতেখার হোসেন আসাদ, সাধারণ সম্পাদক রহিম উদ্দিন পারভেজ, রেস্টুরেন্টের মালিক সেলিম আহসান প্রমুখ উপস্থিত ছিলেন।

রেস্টুরেন্টের মালিক সেলিম আহসান বাংলানিউজকে বলেন, নগরীতে এখন বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট হয়েছে।

তবে মানুষ খাবারে ভিন্নতা চায়। সে বিষয়টি চিন্তা করে আমরা ভিন্ন ধারার এ রেস্টুরেন্টের যাত্রা শুরু করেছি। আশা করি ভোজনরসিক মানুষ এখানে তাদের পছন্দের খাবার খেতে পারবেন।

তিনি জানান, রেস্টুরেন্টে ইন্ডিয়ান, থাই ও মেক্সিকান খাবার পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ২২২৮ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৬

এমইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।