চট্টগ্রাম: নগরীর ষোলশহর দুই নম্বর গেইট এলাকায় অবস্থিত ফিনলে স্কয়ারের পঞ্চম তলায় যাত্রা শুরু করেছে ক্লাউড-৯ নামে একটি রেস্টুরেন্ট। সোমবার সন্ধ্যায় এ রেস্টুরেন্টের উদ্বোধন করেন অ্যালবিয়ন গ্রুপের চেয়ারম্যান রাইসুল উদ্দিন সৈকত।
এসময় ফিনলে স্কয়ার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি ইফতেখার হোসেন আসাদ, সাধারণ সম্পাদক রহিম উদ্দিন পারভেজ, রেস্টুরেন্টের মালিক সেলিম আহসান প্রমুখ উপস্থিত ছিলেন।
রেস্টুরেন্টের মালিক সেলিম আহসান বাংলানিউজকে বলেন, নগরীতে এখন বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট হয়েছে।
তিনি জানান, রেস্টুরেন্টে ইন্ডিয়ান, থাই ও মেক্সিকান খাবার পাওয়া যাবে।
বাংলাদেশ সময়: ২২২৮ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৬
এমইউ/টিসি