ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ডায়াবেটিক সমিতি

ছৈয়দুর-জাহাঙ্গীর-সাহাবউদ্দিন প্যানেল নির্বাচিত

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪১ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৬
ছৈয়দুর-জাহাঙ্গীর-সাহাবউদ্দিন প্যানেল নির্বাচিত

চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির ২০১৭-২০২০ মেয়াদের নির্বাহী কমিটির নির্বাচনে পদ ও প্রার্থীর সংখ্যা সমান হওয়ায় এবং অন্য কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সভাপতি পদে ডা. ছৈয়দুর রহমান চৌধুরী এবং সাধারণ সম্পাদক পদে চট্টগ্রাম আইন কলেজের উপ-অধ্যক্ষ, বর্তমান সাধারণ সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

চট্টগ্রাম: চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির ২০১৭-২০২০ মেয়াদের নির্বাহী কমিটির নির্বাচনে পদ ও প্রার্থীর সংখ্যা সমান হওয়ায় এবং অন্য কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সভাপতি পদে ডা. ছৈয়দুর রহমান চৌধুরী এবং সাধারণ সম্পাদক পদে চট্টগ্রাম আইন কলেজের উপ-অধ্যক্ষ, বর্তমান সাধারণ সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সহসভাপতি তিনটি পদে শেখ মোহাম্মদ জাহাঙ্গীর, এস এম শওকত হোসেন, আবিদা মোস্তফা, যুগ্ম সম্পাদক দুইটি পদে মো. শাহনেওয়াজ এবং লায়ন ইঞ্জিনিয়ার জাবেদ আবছার চৌধুরী এবং কোষাধ্যক্ষ পদে চট্টগ্রাম জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোহাম্মদ সাহাব উদ্দিন নির্বাচিত হয়েছেন।

এছাড়া ১০টি নির্বাহী সদস্য পদে শাহজাদা মোহাম্মদ এনায়েত উল্লাহ খান, এএসএম সাহাব উদ্দিন, এএস এম জাফর, ডা. মোহাম্মদ সানাউল্লাহ (শেলী), জয়শান্ত বিকাশ বড়ুয়া, মো. রকিবুল ইসলাম, প্রিন্সিপাল লায়ন মোহাম্মদ সানাউল্লাহ, সালমা রহমান, অ্যাডভোকেট চন্দন কুমার তালুকদার, ডা. মোহাম্মদ পারভেজ ইকবাল শরীফ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৬

আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।