ঢাকা, রবিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

সিএমপির তালিকাভুক্ত সন্ত্রাসী অস্ত্রসহ আটক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৩৪, ডিসেম্বর ২০, ২০১৬
সিএমপির তালিকাভুক্ত সন্ত্রাসী অস্ত্রসহ আটক

নগর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ছাগির হোসেন প্রকাশ ছোট ছাগিরকে (৩৪) অস্ত্রসহ আটক করেছে পুলিশ।

চট্টগ্রাম: নগর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ছাগির হোসেন প্রকাশ ছোট ছাগিরকে (৩৪) অস্ত্রসহ আটক করেছে পুলিশ।

সোমবার (১৯ ডিসেম্বর) রাত ১২টার দিকে তাকে নগরীর পানওয়ালা পাড়ার হীরার কলোনি থেকে আটক করেছে ডবলমুরিং থানা পুলিশ।

ডবলমুরিং থানার উপ-পরিদর্শক (এস আই) কায়সার হামিদ বাংলানিউজকে জানান, ছাগিরকে আটকের পর তার শরীরের পেছনে লুঙ্গির ভাঁজ থেকে একটি দেশিয় তৈরি এলজি উদ্ধার করা হয়েছে।  

সন্ত্রাসী ছাগিরের বিরুদ্ধে অস্ত্র আইনে ৩টি, বিস্ফোরক আইনে ১টিসহ মোট ৭টি মামলা আছে।

ছাগির নগরীর হাজীপাড়ার শফিক আহমেদের বাড়ির জালাল আহমদ ড্রাইভারের ছেলে বলে তিনি জানিয়েছেন।

সুনির্দিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে ছাগিরকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন এস আই কায়সার ‍হামিদ।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৬

আরডিজি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।