চট্টগ্রাম: ওয়াসার পাইপলাইন বসানোর কাজে সিটি করপোরেশনের সড়ক কাটার ক্ষতিপূরণ বাবদ মেয়র আ জ ম নাছির উদ্দীনের কাছে ৪ কোটি ১৪ লাখ ৮৯ হাজার টাকার চেক দিয়েছে ওয়াসা কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) নগর ভবনে চেক হস্তান্তরের সময় ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার একেএম ফজলুল্লাহ, সচিব মো. শামসুদ্দোহা, প্রকল্প পরিচালক কাজী ইয়াকুব সিরাজুদ্দৌলা, উপ প্রকল্প পরিচালক মাকসুদ আলম ও প্রজেক্ট ইঞ্জিনিয়ার হাসান জাহির প্রমুখ।
চসিকের বর্জ্য ব্যবস্থাপনা স্ট্যান্ডিং কমিটির সভাপতি ও ২১ নম্বর জামালখান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমন, ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবুল হোসেন, চসিকের প্রধান প্রকৌশলী লে. কর্নেল মহিউদ্দিন আহমদ চেক হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন।
এর আগে দেওয়া ২ কোটি টাকাসহ দুই ধাপে রোড কাটিং বাবদ চসিককে ৬ কোটি ১৪ লাখ ৮৯ হাজার টাকা দিয়েছে ওয়াসা।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৬
এআর/টিসি