ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

‘জঙ্গিদের চূড়ান্ত টার্গেট শেখ হাসিনা’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৬
‘জঙ্গিদের চূড়ান্ত টার্গেট শেখ হাসিনা’ ছবি: সোহেল সরওয়ার, বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জঙ্গিদের চূড়ান্ত টার্গেট প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।  শেখ হাসিনার জীবন বাঁচাতে সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানিয়েছেন মন্ত্রী।

চট্টগ্রাম: জঙ্গিদের চূড়ান্ত টার্গেট প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।  শেখ হাসিনার জীবন বাঁচাতে সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানিয়েছেন মন্ত্রী।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) নগরীর জিমনেশিয়াম চত্বরে মুক্তিযুদ্ধের বিজয়মেলার স্মৃতিচারণ অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

খাদ্যমন্ত্রী বলেন, জঙ্গিদের চূড়ান্ত টার্গেট শেখ হাসিনা।

  সেই টার্গেট নিয়েই তারা কিন্তু এগুচ্ছে।  পঁচাত্তরে শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা বিদেশে ছিলেন বলে তারা প্রাণে বেঁচে গেছেন।   কিন্তু হত্যাকারীরা বসে নেই।   তারা ক্রমাগত ষড়যন্ত্র করে যাচ্ছে এবং তাদের চূড়ান্ত টার্গেট শেখ হাসিনা।

‘আমরা পঁচাত্তরে সতর্ক থাকতে পারিনাই।  আমরা মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধে বিজয়ের আনন্দে বিভোর ছিলাম বলে তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে হত্যা করার সুযোগ পেয়েছে।  কিন্তু আমাদের সজাগ থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে।   কোনভাবেই যেন আমরা আমাদের নেত্রীকে না হারাই। ’ বলেন খাদ্যমন্ত্রী।

বিএনপির অনেক কেন্দ্রীয় নেতা জঙ্গিদের পৃষ্ঠপোষকতা দেন বলেও অভিযোগ করেছেন খাদ্যমন্ত্রী।

তিনি বলেন, জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা করছে বিএনপি-জামায়াত।  যেসব জঙ্গি ধরা পড়ছে, তাদের অতীত ইতিহাস ঘাঁটলে দেখা যায় জঙ্গিরা একসময় হয় জামায়াত করত, নয়ত বিএনপি করত।  বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে অনেকে আছেন যারা জঙ্গিদের পৃষ্ঠপোষকতা করেন।  তাদের অর্থের যোগান দেন। বিএনপি নেতার সন্তান একজন আইনজীবী অর্থের যোগান দিয়ে ধরা পড়েছে।

মন্ত্রী বলেন, জঙ্গিবাদের মাধ্যমে, সন্ত্রাসের মাধ্যমে তারা দেশটার অগ্রযাত্রা আবার থামিয়ে দিতে চায়। আমরা যে এগিয়ে যাচ্ছি, দেশ যে এগিয়ে যাচ্ছে এই এগিয়ে যাওয়া তারা বরদাশত করতে পারে না।

মুক্তিযুদ্ধের বিজয়মেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে বিজয়মঞ্চে প্রধান অতিথির বক্তব্য দেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ।  

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৬

আরডিজি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।